চীনে এক্সেস করা যাচ্ছেনা Signal App, তাহলে কি ব্যান করে দেওয়া হল?

looks like signal application is down in china

ভারতের App ব্যান নিয়ে চীন বিরূপ মনোভাব প্রকাশ করলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ওয়েস্টার্ন Apps নিয়ে চীনের কড়া মনোভাব এখন কারোরই অজানা নয়। বিশ্বের অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলি যেমন YouTube, Facebook, Twitter, Instagram ইত্যাদি চীনে ব্যান করে দেওয়া হয়েছে এবং এইগুলো ভিপিএন ছাড়া সেখানে ব্যবহার করা যায় না। 

সদ্য সদ্য এই লিস্টে যোগ হল Signal অ্যাপ্লিকেশনের নাম বলেই মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত Signal Application চীনে ব্যবহার করা যেত। কিন্তু মনে করা হচ্ছে সেই পরিস্থিতি এবার পরিবর্তন হতে চলেছে। 

সিগন্যাল অ্যাপ্লিকেশন নিয়ে এখন কাউকেই বেশি কিছু বলার নেই। WhatsApp তাদের প্রাইভেসি পলিসি আপডেট করার পর টেলিগ্রামের সাথে সাথে সিগন্যাল অ্যাপ্লিকেশনেরও জনপ্রিয়তা বাড়তে থাকে। আমরা এর আগেও জানিয়েছিলাম Signal App এর স্পেশাল ট্রিকস!

কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল থেকে এই Signal অ্যাপ্লিকেশনকে এক্সেস করা যাচ্ছে না চীনে। যদিও টেকক্রাঞ্চের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিগন্যাল এখনও সেখানে অ্যাপেলের অ্যাপস্টোরে ডাউনলোডের জন্য রয়েছে। 

জেনে নিন : Free Fire বা COC যেকোনো গেমের Diamonds কিনে নিন সম্পূর্ণ বিনামূল্যে, জেনেনিন অসাধারণ এই পদ্ধতি সম্পর্কে

এর আগেও আমরা দেখেছিলাম সারা বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন Clubhouse কে চীনে ব্যান করে দেওয়া হয়েছিল। অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন তো চীনে ব্যান হয়েই রয়েছে। তাই এই ব্যাপারটা আর নতুন কিছু নয় সেখানে। তবে এখনও পর্যন্ত সিগন্যালের তরফ থেকে আমরা অফিশিয়াল কোনরকম নোটিশ পাইনি। তাই এই ব্যান চিরকালীন নাকি সাময়িক কিছু সময়ের জন্য সেই বিষয়ে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।