নতুন স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়ে গেল Nokia C01 Plus স্মার্টফোন, এক নজরে দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

গত বছর সেপ্টেম্বর মাসে Nokia কোম্পানি তাদের C-সিরিজের Nokia C01 Plus স্মার্টফোন একটি স্টোরেজ মডেলের সাথে লঞ্চ করেছিল। সম্প্রতি এবার HMD Global ইন্ডিয়ান মার্কেটে নিয়ে এলো স্মার্টফোনের 2GB + 32GB নতুন স্টোরেজ কনফিগারেশন। চলুন তাড়াতাড়িই এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট সম্বন্ধে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Nokia C01 Plus স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 1440 × 720 Pixel রেজুলিউশন সহ 5.45-Inch HD+ LCD Display। একই সাথে রয়েছে 18:9 Aspect Ratio। এছাড়াও ডিভাইসটির মধ্যে ইনক্লুড থাকছে ইন্টিগ্রেটেড IMG8322 GPU যুক্ত Octa-Core Unisoc Processor। যার পিক ফ্রিকোয়েন্সি রাখা হয়েছে 1.6GHz। এরই পাশাপাশি ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 5MP Rear Camera এবং 2MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরার ক্ষেত্রেই LED ফ্ল্যাশ প্রতিস্থাপন করা হয়েছে। 

তাছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে অপসারণযোগ্য 3,000mAh ব্যাটারি। সূত্র মারফত জানা গেছে ডিভাইসটি Android 11 Go Edition দ্বারা পরিচালিত হবে। যেখানে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে পরবর্তী আরও দুটি ভালো আপডেট স্মার্টফোনে মধ্যে দেখা যাবে। এখানেই শেষ নয় থাকছে Dual-SIM Card Slot, Wi-Fi, Bluetooth 4.2, GPS, 4G VoLTE, FM Radio, Glonass, 3.5mm Audio Jack, এবং Micro USB পোর্ট। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন যথাক্রমে 148 × 71.8 × 9.3mm এবং 157 গ্রাম।

জেনেনিন : BIS ওয়েবসাইটে দেখা পাওয়া গেল Realme GT Neo 3 স্মার্টফোনের, শীঘ্রই ভারতে লঞ্চ হবে, দেখেনিন খুঁটিনাটি এখনই

দাম কত রাখা হয়েছে?

Nokia C01 Plus স্মার্টফোনের 2GB RAM + 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এখন 6,199 টাকায় উপলব্ধ রয়েছে। যেখানে নতুন 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় 6,799 টাকা। একই সাথে স্মার্টফোনে MicroSD Card ব্যবহার করে 128GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ তো রয়েছেই।

কালার ভেরিয়েন্ট কেমন থাকছে?

আমাদের দেশে স্মার্টফোনটি Blue এবং Black এই দুটি কালার অপশনে কিনতে পারা যাবে। এটি শুধুমাত্র Amazon.In এবং বিভিন্ন অফলাইন রিটেলার স্টোরে উপলব্ধ রয়েছে। 

কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!