বিশ্বের 170 টি দেশে লঞ্চ করা হল Instagram Lite, পাওয়া যাবে অনেক সুবিধা

instagram-lite-launched-in-170-countries

2020 সালের ডিসেম্বর মাসেই ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছিল Instagram Lite। মাত্র 2MB-র এই অ্যাপ্লিকেশনটি যে সমস্ত জায়গায় ইন্টারনেট স্পিড অত্যন্ত কম সেই সমস্ত জায়গার ইউজারদের খুব সুন্দর ইনস্টাগ্রামের এক্সপেরিয়েন্স দেবে। নিঃসন্দেহে এই অ্যাপ্লিকেশন প্রচন্ডরকম জনপ্রিয় হয়েছে এই কারণেই। আর আগের মাসেই আপনাদের জানিয়েছিলাম Instagram Lite ভার্সনে নিয়ে আসা হয়েছে Reels !

এই জনপ্রিয়তার কারনেই এবার বিশ্বের 170 টি দেশে ইনস্টাগ্রামের লাইট ভার্সন লঞ্চ করে দেওয়া হল। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মানুষ অত্যন্ত দূরবর্তী জায়গায় বাস করেন যেখানে খুব সহজে হাইস্পিড ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না- সেই সমস্ত জায়গয়া এই ইনস্টাগ্রাম লাইট খুব সুন্দর ইউজার এক্সপেরিয়েন্স দেবে। খুব কম ইন্টারনেট স্পিড হওয়ার সত্ত্বেও। 

2018 সালেই মেক্সিকোতে প্রথম Instagram Lite এর যাত্রা শুরু করে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বিশ্বের একের পর এক দেশে লঞ্চ করা হতে থাকে এই অ্যাপ্লিকেশনকে। ধীরে ধীরে এর জনপ্রিয়তাও অত্যন্ত রকমের বাড়তে থাকে। কিন্তু দুঃখের বিষয়, এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম লাইট শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্যই উপলব্ধ রয়েছে। আইওএস প্ল্যাটফর্মের জন্য এখনও ইনস্টাগ্রাম লাইটকে রিলিজ করা হয়নি। 

জেনে নিন : স্মার্টফোনকেই ব্যবহার করা যাবে POS মেশিন হিসাবে, নতুন সুবিধা নিয়ে এল Paytm

তবে হয়তো খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশনকে লঞ্চ করে দেওয়া হতে পারে iOS প্লাটফর্মের জন্য। তবে এইবিষয়ে ফেসবুকের তরফ থেকে বিস্তারিত কোনো আপডেট আমরা পাইনি এখনো। 

ইনস্টাগ্রাম লাইট এর সাইজ মাত্র 2MB! তাই আপনিও যদি অ্যাপ্লিকেশনের Lite ভার্সন ইউজ করতে পছন্দ করেন বা স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে চান। অথবা আপনার এলাকায় ইন্টারনেট স্পিড যদি খুবই কম হয়। তাহলে অবশ্যই Instagram Lite ব্যবহার করে দেখুন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।