Free Fire বা COC যেকোনো গেমের Diamonds কিনে নিন সম্পূর্ণ বিনামূল্যে, জেনেনিন অসাধারণ এই পদ্ধতি সম্পর্কে

get-free-fire-clash-of-clans-diamonds-for-free-with-this-amazing-app-by-google

Free Fire হোক বা অন্য কোনো মোবাইল গেম- সেই গেম খেলতে গিয়ে ইন এ্যাপ পারচেজ করতে গেলেই আমাদের অনেক টাকা খরচ করতে হয়। এই আর্টিকেলে আপনাকে এমন একটি জেনুইন পদ্ধতি সম্পর্কে জানাব যার সাহায্যে বিনামূল্যে আপনি Free Fire Diamonds কিনতে পারবেন।

সবার আগে বলে রাখি এটা জেনুইন একটি টিপস। কোনরকম আজেবাজে কাজ করতে হবে না এর জন্য আপনাকে। এই সার্ভিসটা গুগলের নিজস্ব একটি সার্ভিস। চলুন আর বেশি দেরি না করে আপনাকে বলি কিভাবে আপনি বিনামূল্যে PUBG অথবা Free Fire অথবা Call of Duty বা Clash of Clans গেম এর packs বিনামূল্যে কিনতে পারবেন Google Play Store থেকে। 

এটা করার জন্য একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা নেব। তবে প্রথমেই বলি আমরা আজেবাজে অ্যাপ্লিকেশনে সম্পর্কে আপনাকে তথ্য দিই না। এমন কোন এপ্লিকেশন সম্পর্কে আপনাদের বলি না যেখানে গিয়ে বাজে এক্সপিরিয়েন্স ফেস করতে হয় আপনাকে। এই অ্যাপ্লিকেশন গুগলেরই তৈরি। এই অ্যাপ্লিকেশনের নাম Google Opinion Rewards! কিন্তু তার আগে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে কীভাবে এই অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন।

কীভাবে এই অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন? 

প্রথমে বলি এই অ্যাপ্লিকেশনের কনসেপ্ট সম্পর্ক। কিভাবে এই অ্যাপ্লিকেশন কাজ করে সে বিষয়ে। এই অ্যাপ্লিকেশনে Google এর তরফ থেকে আপনাকে কয়েকটা Survey দেওয়া হবে এবং সেই সার্ভের উত্তর আপনাকে সঠিক ভাবে দিতে হবে। বেশিরভাগ সময়ই বুদ্ধিদীপ্ত প্রশ্ন করা হবে। আপনি যে ধরনের কনটেন্ট আপনার স্মার্টফোনে বেশিমাত্রায় দেখেন সেই বিষয়ে। মনে করুন আপনি ইউটিউবে কোন ভিডিও দেখেছেন সেই ভিডিও সম্পর্কে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে বা আবার কখনো কোন বিশেষ জায়গা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে জায়গায় আপনি গেছেন।

এই প্রত্যেকটা survey-র যখন আপনি সঠিকভাবে উত্তর দেবেন তখন আপনাকে Google Credit দেওয়া হবে। এই গুগল ক্রেডিট কত টাকা পর্যন্ত হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোন নিয়ম না থাকলেও 0 থেকে 1 ডলার পর্যন্ত গুগল ক্রেডিট প্রত্যেকটা সার্ভের জন্য আপনাকে দেওয়া হতে পারে। আমাদের অভিজ্ঞতায় একটা সার্ভের ক্ষেত্রে 10 টাকা বা 13 টাকা পর্যন্ত আমরা Google Credit পেয়েছি এবং আপনিও এমনই Google Credit ইনকাম করতে পারবেন। 

কিভাবে Google Opinion Rewards ব্যবহার করবেন?

ওই প্রথমেই বলে রাখি এই অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুটো প্লাটফর্মের জন্যই প্রস্তুত রয়েছে। আপনার কাছে যদি এন্ড্রয়েড ফোন থাকে তাহলে Google Play Store চলে যান এবং সেখানে গিয়ে সার্চ করুন Google Opinion Rewards। তাহলে আপনাকে অ্যাপটি কে দেখিয়ে দেওয়া হবে এবং সেটিকে Install করে নিন।

জেনে নিন : ধামাকা অফার, এয়ারটেলের এই দুটি প্ল্যানেই পেয়ে যাবেন Life Insurance এর সুবিধা, জেনে নিন বিস্তারিত

তারপর আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিন। তারপর কিছু পারমিশন আপনাকে দিতে হবে। সাইন ইন করে নিলেই বিভিন্ন সময়ে আপনাকে বিভিন্ন রকমের Survey দেওয়া হবে। এই সার্ভে গুলো সঠিকভাবে কমপ্লিট করলেই আপনি পেয়ে যাবেন রিওয়ার্ডস। 

কিভাবে এই Google Credit ব্যবহার করবেন ?

আগেই আপনাকে জানিয়ে রাখি এই Google Credit আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা যাবে না। কিন্তু এই ক্রেডিট আপনার গুগল একাউন্টে জমা হবে। পরবর্তীকালে সেই একাউন্টের সাথে লিংক করা যে কোন গেম বা অ্যাপ্লিকেশনে এই ক্রেডিট ব্যবহার করে করতে পারবেন আপনি। 

এটা কি ফ্রড অ্যাপ্লিকেশন?

Google Opinion Rewards কোনোভাবেই ফ্রড অ্যাপ্লিকেশন নয়। এটা গুগলেরই তৈরি। আপনি আপনার সাধ্যমত সার্ভে কমপ্লিট করবেন এবং সেই অনুযায়ী আপনি রিওয়ার্ডস পেয়ে যাবেন এবং সেই Rewards Google Credit হিসাবে জমা হবে আপনার গুগল একাউন্টে। অ্যাপের মধ্যেই আপনি কত গুগল ক্রেডিট আর্ন করেছেন, কোন সার্ভে করার জন্য কত গুগল ক্রেডিট পেয়েছেন সমস্ত কিছু চেক করতে পারবেন। 

কয়েকটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখুন-

সার্ভে আপনাকে দেওয়া হবে গুগলের ইচ্ছামত সময়ে। আপনাকে এই অ্যাপ্লিকেশন মাঝে মাঝে ওপেন করে দেখতে হবে সার্ভে দেওয়া হয়েছে কিনা। নোটিফিকেশনেও আপনাকে জানিয়ে দেওয়া হতে পারে যখন সার্ভে আপনার জন্য এভেলেবেল থাকবে।  

তাহলে আর দেরি কেন? এখনই Google Opinion Rewards ডাউনলোড করে নিন এবং সার্ভে কমপ্লিট করে আর্ন করতে থাকুন। আর সেই গুগল ক্রেডিট দিয়ে আপনার পছন্দের গেম এতে গিয়ে একদম বিনামূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।