ধামাকা অফার, এয়ারটেলের এই দুটি প্ল্যানেই পেয়ে যাবেন Life Insurance এর সুবিধা, জেনে নিন বিস্তারিত

airtel prepaid plans with life insurance coverage

কাস্টমার ধরে রাখার জন্য এবং কাস্টমার বেস বাড়িয়ে তোলার জন্য টেলিকম অপারেটর গুলি এখন নানান ধরনের অফার নিয়ে আসে। তার মধ্যে অধিক জনপ্রিয় অফার হল রিচার্জ প্ল্যান এর সাথে হেলথ ইনসিওরেন্স প্রোভাইড করা। এর আগেই আপনাদের জানিয়েছিলাম ভোডাফোন-আইডিয়ার কিছু অসাধারণ হেলথ ইনসিওরেন্স যুক্ত প্যাক সম্পর্কে। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো Airtel এর কিছু অসাধারণ Life Insurance যুক্ত প্যাক সম্পর্কে। আপনি যদি এয়ারটেলের কাস্টমার হন তাহলে অবশ্যই জেনে নিন। 

289 টাকার Prepaid প্ল্যান-

এয়ারটেলের এই 289 থাকার প্রিপেড প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন 1.5GB করে ডেটা। ট্রুলি আনলিমিটেড কলের সুবিধা পাবেন। তার সাথে প্রত্যেকদিন 100 টা করে এসএমএসের সুবিধা পাবেন। Prime Video ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন 30 দিনের জন্য। এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ও Wynk Music বিনামূল্যে পেয়ে যাবেন। 100 টাকার FASTag ক্যাশব্যাক পেয়ে যাবেন। সাথে ফ্রি হ্যালো টিউন সেট করতে পারবেন আনলিমিটেড টাইমস। তার সাথে আপনি UpSkill এবং ShawAcademy তে একবছরের ফ্রী অনলাইন কোর্স পেয়ে যাবেন। আর সর্বোপরি পাবেন আপনি HDFC Life Insurance 4 লাখ টাকার। কোন রকম চেকাপের প্রয়োজন নেই, কোনো রকম পেপার ওয়ার্ক এর প্রয়োজন নেই এর জন্য। তবে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেগুলো আমরা জানাচ্ছি শেষে। এয়ারটেলের এই 279 টাকার প্রিপেড প্ল্যান এর ভ্যালিডিটি 28 দিন।

179 টাকার Prepaid প্ল্যান-

শুধুমাত্র এই প্যাকই নয় এয়ারটেলের 179 টাকার প্যাকেও আপনি লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন তার সাথে থাকছে অ্যাডিশনাল বেনিফিট। চলুন দেখে নেওয়া যাক এই প্যাকে কি বেনিফিট পাবেন আপনি। এয়ারটেলের 179 টাকার প্যাকে আপনি পেয়ে যাবেন মোট 2GB ডেটা। 

জেনে নিন : বেশি বেশি ইন্টারনেট প্রয়োজন? Reliance Jio প্রিপেড কাস্টমার দের 3GB করে 4G Data প্রতিদিন, এখনই জেনেনিন প্ল্যান গুলি কি কি

ট্রুলি আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং মোট 300 টা এসএমএস। অ্যামাজন প্রাইম মোবাইল এডিশন 30 দিনের ফ্রী ট্রায়াল পেয়ে যাবেন। আনলিমিটেড হেলো টিউনস সেট করতে পারবেন। এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। Wynk Music ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। আর তার সাথে 2 লাখ টাকার Life Insurance পেয়ে যাবেন। এক্ষেত্রেও কোন রকম মেডিকেল টেস্টের প্রয়োজন নেই। কোন পেপার ওয়ার্ক এর প্রয়োজন নেই। এই লাইফ ইন্সুরেন্স প্রভাইড করবে Bharti Axa Life Insurance।

কিভাবে এই Life Insurance পলিসি এক্টিভেট করবেন?

এই লাইফ ইন্সুরেন্স এক্টিভেট করার জন্য আপনাকে আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। আপনার নাম্বারে রিচার্জ করলেই আপনাকে পলিসি অ্যাক্টিভেশন এসএমএস পাঠিয়ে দেওয়া হবে। তৎক্ষনাত আপনার পলিসিও অ্যাক্টিভেট হয়ে যাবে।

এক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন-

এই পলিসি জেনারেট করা হবে যার নামে সিম রয়েছে তার নামেই। এই নাম চেঞ্জ করা যাবে না। আপনার বয়স 18 থেকে 54 বছরের মধ্যে হলেই আপনি এই সুবিধা পাবেন। আর এর জন্য কোনরকম মেডিক্যাল টেস্টের প্রয়োজন নেই। তার সাথে কোন রকম পেপার ওয়ার্ক এরও প্রয়োজন নেই। অবশ্যই এই বিষয়ে আরও বিস্তারিত প্রশ্ন থাকলে এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিঃসন্দেহে আপনার যদি Life Insurance এর প্রয়োজন হয় তাহলে এই প্যাকগুলো দারুন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।