বিভিন্ন টেলিকম কোম্পানি দিনের পর দিন গ্রাহকদের সুবিধা প্রদান করার জন্য নানান ভাবে তাদের রিচার্জ প্ল্যানগুলি নিয়ে এসে চলেছে। সম্প্রতি ভোডাফোন-আইডিয়া অর্থাৎ Vi নিয়ে এসেছে Aditya Birla Health Insurance এর সাথে Hospicare Packs, এটি একটি হেলথ ইন্সুরেন্স রিচার্জ প্ল্যান। চলুন এক নজরে দেখে নেয়া যাক কি সেই Hospicare Packs! এই প্যাকটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে রয়েছে 51 টাকার add-on pack ও 301 টাকার combo pack।
Vi Hospicare Packs রিচার্জ প্ল্যানগুলি
₹51 Hospicare Pack
এই প্যাকটিতে কোনো টকটাইম এর সুবিধা থাকছে না। এটিতে আপনি পেয়ে যাবেন 500 টি SMS 28 দিনের জন্য। হসপিটালাইজড হলে পাবেন 1000 টাকা প্রতিদিনের জন্য এবং ICU তে হসপিটালাইজড হলে পাবেন 2000 টাকার প্রতিদিনের জন্য। একসাথে সর্বাধিক 10 দিনের জন্য ক্লেইম করতে পারবেন এবং বছরে সর্বাধিক 30 দিনের ক্লেইম করতে পারবেন। এছাড়াও অ্যাক্সিডেন্টের ঘটনার ক্ষেত্রে আপনি প্রথম দিন থেকেই এই সুবিধা উপলভ্য পাবেন।
₹301 Hospicare Pack
এটিতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল যেকোনো নেটওয়ার্কে। সাথে থাকছে 1.5 জিবি করে প্রত্যেক দিনের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা।এছাড়াও থাকছে 2 জিবি এক্সট্রা ডেটা। এই প্ল্যানের বৈধতা 28 দিন। এর ক্ষেত্রেও হসপিটালাইজড হলে পাবেন 1000 টাকা প্রতিদিনের জন্য এবং ICU তে হসপিটালাইজড হলে পাবেন 2000 টাকার প্রতিদিনের জন্য।
একসাথে সর্বাধিক 10 দিনের জন্য ক্লেইম করতে পারবেন এবং বছরে সর্বাধিক 30 দিনের ক্লেইম করতে পারবেন। এছাড়াও অ্যাক্সিডেন্টের মতো ঘটনার ক্ষেত্রে আপনি প্রথম দিন থেকেই এই সুবিধা পাবেন।
অবশ্যই জেনেনিন!
হঠাৎ দুর্ঘটনার ক্ষেত্রে এই পলিসি গুলি আপনি কোন ফর্ম বা ডকুমেন্ট ছাড়াই পাবেন। অর্থাৎ ইনস্ট্যান্ট পলিসির সুবিধা পাবেন। এছাড়াও গভর্মেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটালেও এই সুবিধা প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।
তবে শুধুমাত্র 18 থেকে 55 বছর বয়সী ব্যক্তিরাই এই সুবিধা পাবেন। Pre-existing ইলনেসের ক্ষেত্রেও আপনি এই সুবিধা পাবেন। পরিশেষে বলা যায় এই সুবিধা গ্রাহকদের কাছে ব্যাপকভাবে প্রভাব ফেলবে। প্রয়োজন হলে আপনি এই প্ল্যান গুলি অবশ্যই ব্যবহার করুন। রিচার্জ করার আগে অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে দেখে ও বুঝে নিতে ভুলবেন না।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।