Reliance Jio 2016 সালে লঞ্চ করে ও টেলিকম ইন্ডাস্ট্রিতে এক আমুল পরিবর্তন নিয়ে আসে। সেই সময়ে জিও কাস্টমার পেতেন আনলিমিটেড 4g ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা। কিন্তু পরে আমরা দেখতে পাই 2019 সালের শেষের দিকে জিও টু জিও সমস্ত কল বিনামূল্যে হলেও অন্য টেলিকম কোম্পানিতে কল করলে কল চার্জ করা হতো 6 পয়সা প্রতি মিনিট। সদ্য সদ্য সেটাকে আবারও বিনামূল্যে করে দেওয়া হয়েছে।
যে সমস্ত Reliance Jio কাস্টমারদের অত্যধিক ইন্টারনেট এর প্রয়োজন হয় তাদের জন্য কিছু ইন্টারেস্টিং প্যাক রয়েছে। যেখানে আপনি পাবেন প্রত্যেকদিন 3gb করে ডেটা। সাথে আছে আরও সুবিধা। চলুন দেখে নেওয়া যাক প্যাক গুলি সম্পর্কে বিস্তারিত।
Reliance Jio 349 টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ইউজ করেন। 349 এর টাকার বিনিময়ে আপনি পেয়েছেন প্রতিদিন 3 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং 100 টা করে প্রতিদিন এসএমএস। এর সঙ্গে থাকছে সমস্ত Jio App এর সাবস্ক্রিপশন। আর এই প্ল্যান এর বৈধতা থাকবে 28 দিন।
Reliance Jio 401 টাকার রিচার্জ প্ল্যান
এই অফারটির মধ্যেও থাকছে 3gb ডেটা, প্লাস এক্সট্রা 6 জিবি ডেটা। তার সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 টা করে SMS আর সঙ্গে পাচ্ছেন সমস্ত জিও অ্যাপস এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন। 349 প্লান এর সাথে এই প্ল্যানের পার্থক্য রয়েছে। আপনি এই প্ল্যানে পেয়ে যাবেন Disney+ Hotstar এর এক বছরের সাবস্ক্রিপশন, একদম বিনামূল্যে।
Reliance Jio 999 টাকার রিচার্জ প্ল্যান
999 টাকায় আপনি পেয়েযাবেন 84 দিনের ভ্যালিডিটি, সঙ্গে প্রতিদিন পাবেন 3gb করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100 টা SMS। আর পাচ্ছেন জিও অ্যাপস এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন। অন্য অফারে সাথে এই অফারেরও পার্থক্য রয়েছে। অন্যগুলোতে আপনি পাচ্ছেন 28 দিন ভ্যালিডিটি আর এই অফারটি তে পাচ্ছেন 84 দিন ভ্যালিডিটি।
জেনে নিন : Vi নিয়ে এলো এক চমৎকার অফার, আপনি যদি Vi-এর কাস্টমার হয়ে থাকেন অবশ্যই নিউজটি একবার দেখুন
এরপরেও রিলায়েন্স জিও ডেটা ভাউচার অফার করে, যেগুলি আপনি ব্যবহার করে আপনার ডেইলি ডেটা লিমিট কেও বাড়াতে পারবেন। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।