TATA নিয়ে চলে এল TATA Neu, তাদের Super App! পাবেন এই সমস্ত বেনিফিট

ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। এবার সেই ঘোষণা মেনেই টাটার পক্ষ থেকে অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হল তাদের নতুন এক অ্যাপ্লিকেশন। যার নাম টাটা নিউ (TATA Neu)। এই অ্যাপ্লিকেশনকে সুপার অ্যাপ্লিকেশন বলা হচ্ছে। আর কারণ একটাই। এর মধ্যে টাটার যে সমস্ত সার্ভিস ইতিমধ্যে উপলব্ধ রয়েছে সেগুলো সমস্ত আপনি ব্যবহার করতে পারবেন। তারই সাথে পাবেন টাটা পেমেন্টের (TATA Pay) বেনিফিটও। পাবেন নিত্য নতুন অফার এবং ক্যাশব্যাক বেনিফিট। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশন সম্পর্কে খুঁটিনাটি। 

কিভাবে ডাউনলোড করবেন TATA Neu অ্যাপ্লিকেশনটি?

বর্তমান এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপেলের অ্যাপস্টোরে (App Store) উপলব্ধ হয়ে গেছে। সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অথবা এই লিংকে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন এবং তারপর আপনার মোবাইল নাম্বার পুট করুন। আপনার নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই নাম্বারটা সঠিকভাবে সেখানে পুট করলেই আপনি লগইন হয়ে যাবেন।

এরপরে আপনাকে বেসিক কিছু তথ্য দিতে হবে। যার মধ্যে আপনার নাম থাকবে। তারপরে আপনার ইমেইল আইডি চেয়ে নেওয়া হবে। এই ধরনের কিছু তথ্য দেওয়ার পরে আপনি সেই অ্যাপ্লিকেশনের হোমপেজে চলে যাবেন। যেখান থেকে আপনি সমস্ত বেনিফিট উপভোগ করতে পারবেন। 

কি কি সুবিধা উপলব্ধ করা যাবে TATA Neu অ্যাপ্লিকেশনের মাধ্যমে? 

ভারতের টাটার অনেক সার্ভিস উপলব্ধ রয়েছে। যার মধ্যে গ্রোসারি (Grocery) সার্ভিস যেমন রয়েছে। তেমনই মোবাইল (Mobile), বিউটি (Beauty), ইলেকট্রনিক্স প্রোডাক্ট (Electronics) থেকে শুরু করে হোটেল, ফ্লাইট বুকিং (Hotel/Flight Booking) এই সমস্ত ব্যবস্থা তারা প্রদান করছে কাস্টমারদের। তার এই সমস্ত সার্ভিস গুলোকেই একটা নির্দিষ্ট জায়গা থেকে অ্যাক্সেস করার সুবিধা এনে দিচ্ছে টাটা নিউ অ্যাপ্লিকেশন।

জেনেনিন : সাবধান! এখুনি আনইনস্টল করেদিন এই ক্ষতিকারক অ্যাপ্লিকেশন! নাহলে বিপদ, জানাচ্ছে গুগল

এর মধ্যে পাবেন ইট এন্ড ড্রিংক (Eat and Drinks) সম্পর্কিত সার্ভিস। এন্টারটেইনমেন্ট (Entertainment) রিলেটেড সার্ভিস। তার সাথে গ্রোসারি প্রোডাক্ট পাওয়া যাবে এরমধ্যে। আর সাথে তাদের নিজস্ব ইউপিআই পেমেন্ট সার্ভিস নিয়ে এসেছে টাটা। যার সাহায্যে খুব সহজেই আপনি পেমেন্ট করতে পারবেন। 

স্পেশাল কি বেনিফিট পাবেন এর মধ্যে? 

টাটা ঘোষণা করেছে এর মধ্যে তাদের যেকোনো ধরনের সার্ভিস বা প্রোডাক্ট কিনলে আর টাটা পে এর মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন Neu Coin। TATA জানাচ্ছে মিনিমাম 5 শতাংশ নিউ কয়েন পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যদি শপিং করেন। আর প্রত্যেকটা নিউ কয়েন 1 টাকার সমান।পরবর্তীকালীন আপনি আপনার জমানো TATA Neu Coin ব্যবহার করেও সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন। 

নিঃসন্দেহে টাকার মতো অত্যধিক জনপ্রিয় এবং বিশ্ব বিখ্যাত কোম্পানির সাথে ভারতে বর্তমানে থাকা অ্যামাজন, ফ্লিপকার্ট আর তার সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রির এর মত কোম্পানি গুলোর টক্কর হবে। আর তারই সাথে টাটার সমস্ত সার্ভিস সাধারণ মানুষের আরও কাছে আসবে এই Application এর মাধ্যমে। 

প্রসঙ্গত উল্লেখ্য, টাটার এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ডাউনলোড এর জন্য উপলব্ধ হয়ে গিয়েছিল এক সপ্তাহ আগে থেকেই। কিন্তু সেটা অ্যাভেলেবল ছিল লিমিটেড কিছু ইউজারদের মধ্যেই। বিশেষ করে যারা টাটা কোম্পানির সাথে সরাসরি যুক্ত রয়েছেন, তাদের জন্যই। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাধারণ কাস্টমারদের জন্য উপলব্ধ হয়ে গেল এই সুপার অ্যাপ্লিকেশন।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!