লঞ্চ হয়ে গেল Redmi 10A স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

সদ্য Xiaomi সংস্থার পক্ষ থেকে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হল। সম্প্রতি চীনা মার্কেটে চুপিসারেই লঞ্চ হয়ে গেল Redmi 10A স্মার্টফোন। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট সকলের নজরে এসেছে। চলুন সেদিকে এগিয়ে যাওয়া যাক।

Redmi 10A স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 1600 × 720 Pixels রেজুলিউশন যুক্ত 6.53 Inch HD+ LCD Display। একই সাথে পাওয়া যাবে 20:9 Aspect Ratio এবং 400Nits Brightness সুবিধা। এছাড়াও স্মার্টফোনটি PowerVR8320 GPU সহ Octa-Core MediaTek Helio G25 Processor দ্বারা চালিত হবে বলে জানা গেছে।

এখানেই শেষ নয় থাকছে LED ফ্ল্যাশ বিশিষ্ট 13MP Rear Camera। একই সাথে পাওয়া যাবে 5MP সেলফি তোলার সুযোগ। ডিভাইসটি Android 11 MIUI 12.5 উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। আরও পাবেন 5000mAh ব্যাটারি। তাছাড়াও ইনক্লুড রয়েছে Micro-USB পোর্ট সহ 10W চার্জার। এরই পাশাপাশি পাওয়া যাবে Beidou, Bluetooth 5.0, GPS, AGPS, Micro-SD Card Slot, 3.5mm Audio Jack, Rear Mounted Fingerprint Scanner, Dual-SIM, WiFi 2.4GHz এবং 4G কানেক্টিভিটি সিস্টেম। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 164.9 × 77 × 9.0mm এবং 194 গ্রাম।

জেনেনিন : Amazon সাইটে চলছে Tecno Days Sale, রয়েছে আশ্চর্য ডিসকাউন্ট, মিস করবেন না

দাম কত রাখা হয়েছে?

Redmi 10A স্মার্টফোন 3 টি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ রয়েছে। যার 4GB + 64GB মডেলের দাম RMB 649 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 7,740 টাকার কাছাকাছি। একই সঙ্গে 4GB + 128GB স্টোরেজের জন্য খরচ করতে হবে RMB 799 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 9,500 টাকা। এছাড়াও 6GB + 128GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে RMB 899 অর্থাৎ 10,720 টাকার বিনিময়ে। 

কালার ভেরিয়েন্ট কেমন থাকছে?

ডিভাইসটি Silver, Black এবং Blue এই তিনটে কালার অপশনে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!