হোয়াটসঅ্যাপের মাধ্যমে একের পর এক স্ক্যাম এখন ব্যতিব্যস্ত করে তুলছে সাধারণ মানুষের জীবন। এবার আরেক স্ক্যাম ছড়িয়ে পড়ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অবশ্যই এই বিষয়ে সতর্ক করা হয়ে যান।
কেমন ভাবে স্ক্যাম করা হচ্ছে হোয়াটসঅ্যাপে?
এই স্ক্যাম করা হচ্ছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এর নাম করে। অতি সম্প্রতি এক ধরনের মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। যেখানে বলা হচ্ছে আপনাকে খুব শীঘ্রই আপনার ইলেকট্রিক বিল পেমেন্ট করে দিতে। অন্যথায় ডিসকানেক্ট করে দেওয়া হবে আপনার ইলেকট্রিক কানেকশনকে। তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ কোন ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম। আর দেওয়া থাকছে একটা লিংক।
নিজের বাড়ির বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচাতে সকলেই ভুল করে সেই লিঙ্কে ক্লিক করছেন। আর তাতেই ঘটে যাচ্ছে বিপত্তি। বিল পেমেন্ট এর নাম করে চেয়ে নেওয়া হচ্ছে সেনসেটিভ ইনফরমেশন। এবং তারই সাথে আপনার যাবতীয় তথ্য তো লিক হয়ে যাচ্ছেই। আর ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্টও।
কিভাবে এই ফেক ইলেকট্রিক বিল পেমেন্ট থেকে বাঁচবেন?
স্ক্যামাররা এখন অত্যধিক রকমের সচেতনতা অবলম্বন করে তবেই এই ধরনের মেসেজ পাঠাচ্ছে ইউজারদের। যেখানে প্রায় অসম্ভব হয়ে গেছে কোনটা আসল কোনটা নকল ইলেকট্রিক বিল সেটা বোঝা। তাই এই ধরনের মেসেজ পেলেই সেই লিঙ্কে ক্লিক করবেন না।
প্রথমে আপনার ইলেক্ট্রিক ডিস্ট্রিবিউটিং কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে যাচাই করে নিন আপনার ইলেকট্রিক বিল কত হয়েছে।সব সময় তাদের অফিশিয়াল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন। প্রয়োজনে তাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। অন্য কোন জায়গা থেকে বিল পেমেন্ট করতে যাবেন না।
অন্য কোন সমস্যায় সেই কোম্পানির অফিসিয়াল কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল করে যোগাযোগ করতে পারবেন। আর প্রয়োজনে আপনার নিকটবর্তী বিদ্যুৎ বন্টন অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাই আপনার হোয়াটসঅ্যাপেও যদি এই ধরনের কোন মেসেজ এসে থাকে তাহলে সচেতন হয়ে যান। এবং সঙ্গে সঙ্গেই সেই ইউজারকে ব্লক করে দিন।
হোয়াটসঅ্যাপে শুধু এই ধরনের স্ক্যামিংই নয়, আরো অনেক ধরনের স্ক্যাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তাই খুব সচেতন থাকুন। অনলাইনে আপনার তথ্য সাবধানে শেয়ার করুন সকলের সাথে।