হোয়াটসঅ্যাপ (WhatsApp) কে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ফিচার নিয়ে আসছে দেখছি এখন। অতিসম্প্রতি টেলিগ্রাম (Telegram)-এর মতো অতি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের সাথে টক্কর দিতে একের পর এক চমকে দেওয়ার মতো সমস্ত ফিচারস নিয়ে আসছে ফেসবুক তথা বর্তমানে মেটা(Meta)-র অধীনে থাকা এই ইন্সট্যান্ট মেসেজিং কোম্পানিটি।
এরকমই এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে তারা। এবং যার ফলে আপনার তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর যে কেউ জয়েন করে ফেলতে পারবে না। আর এই ফিচারটা নাম গ্রুপ মেম্বারসিপ অ্যাপ্রভাল (Group Membership Approval) ফিচার।
এবার আর যে কেউ জয়েন করতে পারবেনা আপনার WhatsApp Group
জানা যাচ্ছে এই ফিচারটি এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট পর্যায়েই রয়েছে। আর খুব শীঘ্রই WhatsApp Beta টেস্টারদের মধ্যে রোল আউট করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই ফিচারটি এনেবেল করে দেওয়া হলে আপনার তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি নিয়ে আসতে পারেন মেম্বারশিপ এর সুবিধা। অর্থাৎ কোনো মেম্বার আপনার এই গ্রুপে জয়েন করতে পারবেন আপনার অনুমতি নিয়েই। অন্য কেউ আর সেই গ্রুপে জয়েন করে ফেলতে পারবে না।
জেনেনিন : সাবধান! এখুনি আনইনস্টল করেদিন এই ক্ষতিকারক অ্যাপ্লিকেশন! নাহলে বিপদ, জানাচ্ছে গুগল
গ্রুপ এডমিন দের কাছে এক নির্দিষ্ট জায়গায় জয়েন রিকোয়েস্ট (Join Request) আসবে মেম্বারদের পক্ষ থেকে। এবং সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ (Approve) করলে তবেই মেম্বাররা জয়েন করতে পারবেন সেই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই নতুন ফিচার অনেকের পক্ষেই সুবিধাজনক হবে। বিশেষ করে যারা মেম্বারশিপ এর মত সার্ভিস প্রদান করে থাকেন। জানা যাচ্ছে, এই সুবিধার ফলে যে কেউ আপনার গ্রুপের ইনভাইট লিংক (Invite Link) পেয়ে গেলেও সেখানে ক্লিক করে সরাসরি জয়েন করতে পারবেন না। যতক্ষন না আপনি সেই জয়েনিং রিকোয়েস্ট একসেপ্ট করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার রোল আউট করতে শুরু করেছে। এতদিন পর্যন্ত খুব সীমিত সংখ্যক মেম্বারদের নিয়ে গ্রুপ তৈরী করা যেত হোয়াটসঅ্যাপে। সেই সংখ্যা বাড়িয়ে এখন 512 তে নিয়ে গেছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এই ফিচার আপনি পেয়ে গেলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে 512 জন মেম্বার যোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের ফিচার গুলোর মধ্যে কোন ফিচারটা আপনার সবথেকে ভালো লাগে? অবশ্যই জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!