কনফর্ম হয়ে গেল Oppo F21 Pro সিরিজ লঞ্চ ডেট, এক নজরে দেখেনিন খুঁটিনাটি এখনই

সদ্য Oppo ব্র্যান্ড ঘোষণা করেছে ভারতে শীঘ্রই একটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে কোম্পানি Oppo F21 Pro সিরিজের দুটি নতুন অসাধারণ স্মার্টফোন লঞ্চ করবে। মনে করা হচ্ছে লঞ্চ হতে পারে Oppo F21 Pro এবং F21 Pro Plus মডেল। এছাড়াও সূত্র মারফত জানা গেছে ডিভাইসটি Oppo Reno 7 4G-এর রিব্র্যান্ড হিসাবে ভারতের বাজারে লঞ্চ হবে।

Oppo F21 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?

যদি আমরা স্মার্টফোনের ডিজাইনের কথা বলি তাহলে একথা সত্য যে স্মার্টফোনটি সম্পূর্ণ Oppo Reno 7 4G স্মার্টফোনের আদতেই তৈরি হয়েছে। এছাড়াও স্মার্টফোনের মধ্যে সম্ভাব্য পাওয়া যাবে 2400 x 1080 Pixels রেজুলিউশন যুক্ত 6.43-Inch Full HD+ AMOLED Display। একই সাথে থাকছে 180Hz Touch Sampling Rate এবং 90Hz Refresh Rate। 

তারই সঙ্গে উপস্থিত রয়েছে Adreno 610 GPU সহ Snapdragon 680 SoC। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে স্মার্টফোনের পিছনের অংশে 64MP Main Camera Sensor-এর পাশাপাশি 2MP Mono Lens এবং 2MP Microlens Sensor পাওয়া যাবে। অর্থাৎ থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আরও রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে দুর্দান্ত সেলফি তোলার সুবিধাও।

জেনেনিন : ভারতে লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A73 5G এবং Samsung Galaxy A33 5G স্মার্টফোন, এখনই দেখেনিন খুঁটিনাটি

স্মার্টফোনটি Android 11 ColorOS 12.1 দ্বারা পরিচালিত হবে। এখানেই শেষ নয় ইনক্লুড থাকছে 4,500mAh ব্যাটারি। একই সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জিং বেনিফিট। তাছাড়াও প্রতিস্থাপন করা হয়েছে WiFi 5, 3.5mm Headphone Jack, Bluetooth v5.1, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। চলুন দেরী না করে লঞ্চ ডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক।

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে পরিষ্কার ভাবে জানানো হয়েছে। লঞ্চ ডেট হিসাবে নির্ধারণ করা হয়েছে আগামী 12 এপ্রিল ঠিক 5PM সময়। 

কালার অপশন কেমন হবে?

ইতিমধ্যে কালার ভেরিয়েন্ট প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে একটি অফিশিয়াল ইমেজে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্মার্টফোনটি শুধুমাত্র Orange কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। স্মার্টফোনটি আমাদের দেশে লঞ্চ হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। নতুন এই স্মার্টফোন নিয়ে আপনার মতামত কি? অবশ্যই জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!