সম্প্রতি Xiaomi লঞ্চ ইভেন্টে Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোনের পাশাপাশি গ্লোবালি লঞ্চ হয়ে গেল নতুন Redmi Note 11S 5G স্মার্টফোন। অর্থাৎ সংস্থা একের পর এক চমক আমাদের দিয়েই চলেছে। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট প্রকাশিত হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।
Redmi Note 11S 5G স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই স্মার্টফোনটিতে থাকছে 6.6-Inch Full HD+ IPS LCD Screen। যার ডিসপ্লে রেজুলিউশন রাখা হয়েছে 1080 x 2400 Pixels। একই সাথে পাওয়া যাবে 240Hz Touch Sampling Rate এবং 90Hz Refresh Rate-এর সুবিধা। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Dimensity 810 SoC। সূত্র মারফত জানা গেছে ডিভাইসটি Android 11-MIUI 13 আপডেট দ্বারা পরিচালিত হবে।
এখানেই শেষ নয়। স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে পাবেন 50MP Main Camera Sensor, 8MP Ultrawide Camera এবং 2MP Tele-Macro Camera। তারই সঙ্গে রয়েছে 13MP ক্যামেরাতে সেলফি তোলার সুযোগ। এরই পাশাপাশি পাবেন 33W Pro ফাস্ট চার্জিং ফেসিলিটি সহ 5000mAh ব্যাটারি। আরও থাকছে Dual Speakers, 3.5mm Headphone Jack, AI Face Unlock এবং সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi Note 11S 5G দাম কত?
Redmi Note 11S 5G স্মার্টফোনের 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে $249। একই সাথে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে $279। তাছাড়াও 6GB RAM + 128GB মডেলটি পাওয়া যাবে $299 মূল্যের বিনিময়ে।
কালার ভেরিয়েন্ট কেমন থাকছে?
স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে Star Blue, Midnight Black এবং Twilight Blue এই তিনটে কালার অপশনে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে তা কোম্পানির অফিশিয়াল মন্তব্যের পরই জানানো সম্ভব হবে।
আপনি কী স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে পেতে চান? অবশ্যই তা আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!