PUBG কি ফিরে আসবে? গুরুত্বপূর্ণ কথা বললেন ইউনিয়ন মিনিস্টার

will pubg come back in india union minister gives important hints
Image:PUBG Mobile

গতবছরেই ব্যান করে দেওয়া হয়েছিল পাবজি মোবাইল গেম কে। শুধুমাত্র পাবজি নয়। আরও অনেক  চাইনিজ অ্যাপ্লিকেশনকে ব্যান করে দেওয়া হয়েছিল তারই সাথে। তারপর থেকে একের পর এক আশার আলো আসতে থাকে। কোনো না কোনোদিন হয়তো পাবজি আবার ফিরে আসবে ভারতে, এমনই ভেবেছিল সকলে। এই আশায় বুক বাঁধতেও থাকে পাবজি লাভাররা।   

কিন্তু সদ্য সদ্য ভারতের ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভেদকার এক বক্তব্য রেখেছেন এই বিষয়ে। যেটা শুনে পাবজি আবার ফেরার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে সকলের মধ্যে। তিনি বলেছেন পাবজি একটি ভায়োলেন্ট গেম। ইয়ংস্টারদের মনে নানান জটিলতার সৃষ্টি করে এই গেম। 

তার বক্তব্য থেকেই এটা স্পষ্ট এরই মধ্যে পাবজি ফিরে আসার কোনো আসা প্রায় নেই বললেই চলে। তারই সাথে তিনি দেশীয় গেমের আরও বেশি প্রচলনের কথা বলেন। যেগুলি থেকে ভারতের সংস্কৃতি সম্পর্কেও সচেতন করা যাবে সকলকে। 

জেনে নিন : Twitter-এ আসতে চলেছে এই সমস্ত ইন্টারেস্টিং ফিচারগুলি, অবশ্যই জেনে নিন

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আমরা শুনেছিলাম ভারতের জন্য স্পেশাল পাবজি তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছিল পাবজি মোবাইল ইন্ডিয়া। কিন্তু সেটাকেও লঞ্চ করার অনুমতি দেওয়া হয়নি এখনো পর্যন্ত। 

আর পাবজি ব্যান হওয়ার পর তো FAU-G এসেছেই। সেখানেও নতুন মোড আসতে চলেছে খুব শীঘ্রই। এতকিছু জানার পর আপনার কি মনে হচ্ছে? পাবজি কি কখনও ফিরে আসবে? পাবজি কে কি ফেরানো উচিত? অবশ্যই আপনার বক্তব্য জানাতে ভুলবেন না।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।