Google Pay কে নিয়ে মজা করে টুইট করলেন Paytm CEO, নিমেষে ছড়িয়ে পড়ল সেই টুইট

paytm-ceo-pokes-google-pay-in-twitter-promises-ceo-level-customar-support

কোথায় নেই কম্পিটিশন? কম্পিটিশন সারা পৃথিবী জুড়েই। আর টেকনোলজির জগতের কম্পিটিশন তো প্রতি পদক্ষেপেই বুঝতে পারা যায়। রিসেন্টলি এই ব্যাপারটাই আবার আমরা প্রমান পেলাম Google Pay সম্পর্কে করা Paytm এর CEO বিজয় শেখর শর্মার এক টুইটে। 

ঠিক কি ঘটনা ঘটেছিল?

ঘটনার সূত্রপাত এক Tweet থেকেই। Aparna Jain প্রথমে এক টুইট করেন। যেখানে যারা Google Pay ব্যবহার করছেন তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন Google Pay তে Error XV এটা কি? তিনি এর মানে কি তা অনলাইনে খুঁজে পাচ্ছেন না এমনও উল্লেখ করেন এবং তার সাথে তিনি টুইটারে ট্যাগ করেন Google Pay কেও। 

তার সেই টুইটের কিছুক্ষণ পরেই Paytm এর CEO বিজয় শেখর শর্মা তার রিপ্লাই করেন। তিনি Aparna Jain কে অনুরোধ করেন Paytm ব্যবহার করতে, যেখানে তাকে এইরকম টুইটারে এসে সাহায্য প্রার্থনা করতে হবে না এটাও বলেন। 

তার সাথে তিনি এটাও নিশ্চিত করেন যে Paytm এ সরাসরি ব্যাংক একাউন্ট থেকে পেমেন্ট ট্রানস্ফার করতে পারবেন। তার জন্য কোন KYC প্রয়োজন নেই।আর তারই সাথে মজার ছলে বলেন CEO লেভেলের কাস্টমার সাপোর্ট পাবেন পেটিএমে।

দেখেনিন সেই টুইট-

পরবর্তীকালে Aparna Jain এর করা সেই টুইটে Google Pay ও সাহায্যের বার্তা দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, Google Pay এর কাস্টমার সাপোর্ট নিয়ে অনেককেই সমস্যায় পড়তে হয়। এই নিয়ে মাঝে মাঝেই কমপ্লেন শোনা যায়। আবার কয়েক মাস আগেই Paytm কে বিনা নোটিস দিয়ে Google Play Store থেকে বারকরে দেওয়া হয়েছিল। তখনও বিজয় শেখর শর্মা তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন। পরবর্তীকালে আবার Paytm ফিরে আসে Google Play Store এ। 

জেনে নিন : এই গ্রীষ্মে আপনার ঘরকে আরামদায়ক করে তোলার জন্য ফ্লিপকার্ট নিয়ে এল Flipkart Cooling Days Sale, এই অফার গুলি হারাবেন না

সোশ্যাল মিডিয়ায় বিজয় শেখর শর্মার এই টুইট ছড়িয়ে পড়তে দেরি হয়নি।  অনেকেই প্রশংসা করতে ছাড়ে না বিজয় শেখর শর্মার কৌতুক যুক্ত এই টুইটে পারফেক্ট কম্পিটিটিভ মনোভাব প্রকাশ করার জন্য। 

আপনি কি ব্যবহার করেন Google Pay না Paytm? সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।