এবার OPPO শোকেস করলো তাদের Wireless Air Charging Technology, জেনেনিন বিস্তারিত

oppo wireless air charging technology

টেকনোলজির খুব দ্রুত উন্নতি ঘটতে চলেছে। তারই জন্য প্রতিনিয়ত আমরা নানান সুযোগ সুবিধা যুক্ত, নানান ফিচারযুক্ত ডিভাইস পেয়ে যাচ্ছি। নতুন ডিভাইসগুলোতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সেই ডিভাইসকে আরও গ্রহণযোগ্য করে তুলছে সকলের কাছে।

মাত্র কয়েকদিন আগেই শাওমি শোকেস করেছিল তাদের Mi Air Charging Technology কে। তারপরেই লেনোভো শোকেস করে দিয়েছিল তাদের এয়ার চারজিং টেকনোলজিকে। এবার সেই পথ অনুসরণ করে এবার OPPO শোকেস করে দিল তাদের এয়ার চার্জিং টেকনোলজিকে। 

কি এই Wireless Air Charging Technology?

এই Wireless Air Charging Technology তে ডিভাইসকে চার্জ দেওয়ার জন্য কোন রকমের তার বা চার্জিং প্যাড এর প্রয়োজন হয় না। একটা নির্দিষ্ট চার্জার বা চার্জিং ডিভাইসের নির্দিষ্ট দূরত্বের মধ্যে আপনার ডিভাইস নিয়ে এলেই চার্জ শুরু হয়ে যায়। Xiaomi ও Lenovo এই দুই কোম্পানির ক্ষেত্রেই আমরা বিশেষ বিশেষ কিছু ফিচারস দেখেছিলাম। এবার বিবিকে ইলেক্ট্রনিকস এর OPPO শোকেস করে দিল তাদের প্রথম এই Wireless Air Charging Technology কে।  

এই বিষয়ে OPPO তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 30 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রথম রোলেবেল ডিসপ্লে ফোন, যার নাম ছিল OPPO X 2021 তারমধ্যে এই টেকনোলজি শোকেস করছে OPPO।

কেমন সুবিধা পাওয়া যাবে এতে? 

OPPO-র টুইট দেখা যাচ্ছে OPPO X 2021 স্মার্টফোন টি একটি কাঠের পাটাতনের উপর রাখা আছে এবং তাতে চার্জ হচ্ছে। কোনো চারজিং ম্যাট না, কোনো wire এর সাথে কানেক্টেড না। অটোমেটিক চার্জ হচ্ছে এই এয়ার চারজিং টেকনোলজি কে ব্যবহার করে। স্মার্টফোন টিকে এদিক-ওদিক ঘোরালে বা উপর-নীচে করলেও সেই চারজিং এর কোনো ব্যাঘাত ঘটছে না। ভিডিও চলাকালীনও চার্জ হচ্ছে স্মার্টফোনটিতে। 

জেনে নিন : Google Pay কে নিয়ে মজা করে টুইট করলেন Paytm CEO, নিমেষে ছড়িয়ে পড়ল সেই টুইট

দেখেনিন OPPO-র টুইট করা ভিডিওটি- 

তবে এই চারজিং টেকনোলজি সম্পর্কে OPPO-র কাছ থেকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি এখনও। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।