বিভিন্ন সময় নানা রকম অদ্ভুত রকমের টেকনোলজি নিয়ে এসে সবাইকে হতবাক করে দেওয়ায় জুড়ি মেলা ভার রয়েছে শাওমির(Xiaomi)। সেইরকম ভাবেই আজ নতুন এক ঘোষণা করে সবাই কে চমকে দিল তারা। এবার এমন একটি টেকনোলজি বাজারে নিয়ে এসেছে যার সাহায্যে রিমোটলি চার্জ হবে আপনার স্মার্টফোনটি। এর নাম তারা দিয়েছে Mi Air Charge Technology !
রিমোট এর চার্জিং টেকনোলজি শুনতে অবাক করা হলেও এই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে শাওমির ইঞ্জিনিয়াররা।
কি কি সুবিধা পাবেন এই Mi Air Charge Technology তে ?
এই Mi Air Charge Technology তে আপনার স্মার্টফোনকে কোন কিছুর সাথে স্পর্শ করাতে হবে না। কোনরকম কেবলের সাথে কানেক্ট করতে হবেনা। ওয়ারলেস চারজিং(Wireless Charging) এর মত কোনো স্ট্যান্ডের উপরও রাখতে হবেনা আমাদের ফোনকে।
Mi Air Charge Technology-র এই ডিভাইসের একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আপনার স্মার্টফোন নিয়ে এলেই সেই ডিভাইসটি ডিটেক্ট করে নেবে আপনার স্মার্টফোনকে। এবং শুরু হয়ে যাবে আপনার স্মার্টফোনের চার্জিং। এমনকি এই চার্জিং টেকনোলজিতে একসাথে অনেকগুলো ডিভাইসও চার্জ করা সম্ভব। এবং প্রত্যেকটি ডিভাইস চার্জ হবে 5w ক্ষমতায়। একসাথে অনেকগুলো ডিভাইস চার্জ দিলেও প্রত্যেকটি ডিভাইস এই একই ক্ষমতায় চার্জ হবে।
এখনো পর্যন্ত শাওমির এই চারজিং টেকনোলজি শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে তাদের ঘোষণা থেকে এটা পরিষ্কার যে তারা দ্রুত এই টেকনোলজির সাহায্যে অন্যান্য স্মার্ট ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ ও স্মার্ট ব্যান্ডস বা আরও স্মার্ট ডিভাইসেরও চার্জিং এর সুবিধা নিয়ে আসতে চলেছে।
জেনে নিন : অল্প টাকায় বেশি ব্যাটারি প্রয়োজন? 10,000 টাকার মধ্যে এই রিয়েলমির স্মার্টফোন গুলি দেখে নিন
শাওমি বলছে আপনার ডিভাইস ও এই Mi Air Charge Technology যুক্ত ডিভাইসটির মাঝে কোন রকম অবজেক্ট থাকলেও চার্জিং ব্যাহত হবে না। তবে এখনও পর্যন্ত তারা নির্দিষ্ট করে বলেনি এই চারজিং টেকনোলজি সম্পন্ন ডিভাইসের কতটা ডিসটেন্স এরমধ্যে এলে চার্জিং সম্পূর্ণ হতে শুরু করবে।
আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সে বিষয়ে বিস্তারিত আপডেট আমরা পাব। কেমন লাগলো শাওমির এই চারজিং টেকনোলজি ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।