WhatsApp Web এ যোগ হচ্ছে নতুন সিকিউরিটি লেয়ার, সুবিধা হবে সবারই

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ওয়েব(WhatsApp Web) ব্যবহার করতে গেলে আমাদের সহজ-সরল কয়েকটি পদ্ধতি মেনে চলতে হতো। এবার সেই পদ্ধতি গুলির মধ্যে আরও এক নতুন গুরুত্বপূর্ণ সিকিউরিটি(Security) লেয়ার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

কি নতুন সিকিউরিটি লেয়ার যোগ হচ্ছে ?

এবার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে হোয়াটসঅ্যাপ ওয়েবে অর্থাৎ আপনার ডেস্কটপ বা ল্যাপটপে সাইন ইন করতে গেলে প্রথমে আপনার স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট(Fingerprint) অথবা ফেইস আইডি(Face ID) দিয়ে অথেন্টিকেট করতে হবে।

এই অথেন্টিকেশন প্রসেস ঠিকঠাক হলে তবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এর ওয়েব ভার্সন (WhatsApp Web) এ সাইন ইন(Sign in) করতে পারবেন।

অর্থাৎ, এই নতুন পদ্ধতিতে যখন আপনি হোয়াটসঅ্যাপ ওয়েব এক্সেস করবেন তখন প্রথমে আপনাকে আপনার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সেটাকে অথেন্টিকেট করতে হবে। তারপর আপনি QR Code Scanner অপশন পেয়ে যাবেন এবং তারপরে হোয়াটসঅ্যাপ ওয়েবের পেজে দেওয়া QR Code টি কে আপনি স্ক্যান করতে পারবেন। সবশেষে আপনার হোয়াটস্যাপ একাউন্ট এ সাইন ইন করে ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাকাউন্টে সাইন ইন করতে গেলে এই পদ্ধতি পরিবর্তে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই হতো। যার সুযোগ নিয়ে অনেকেই ইউজারের অনুপুস্থিতিতে তার Whatsapp Web অ্যাকাউন্টে সাইন ইন করে ফেলতে পারতেন খুব সহজেই। ফলে অসুবিধায় পড়তে হতো সাধারণ ইউজারদের।

এই নতুন সুবিধার সাথে WhatsApp Web পেজ টিকেও রিডিজাইন করে লঞ্চ করা হবে। সবমিলিয়ে WhatsApp Web এ আসছে নতুনত্বের ছোঁয়া।

জেনে নিন : FAU-G Game সম্পর্কে এই অজানা বিষয় গুলি এখুনি জেনেনিন

হোয়াটসঅ্যাপ জানিয়েছে খুব তাড়াতাড়িই এই নতুন ব্যবস্থা রোল আউট করা শুরু করে দেবে তারা। তারপরই সকল ইউজাররা এটি ব্যবহার করতে পারবেন। এই নতুন আপডেটের ফলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবস্থা অনেকটাই সিকিওর হবে। নিঃসন্দেহে নতুন সিকিউরিটি লেয়ার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেক সুবিধা দেবে। 

আপনি কি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন? অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।