অল্প টাকায় বেশি ব্যাটারি প্রয়োজন? 10,000 টাকার মধ্যে এই রিয়েলমির স্মার্টফোন গুলি দেখে নিন

10,000 টাকার মধ্যে আমাদের অনেকেরই সবথেকে বেশি পরিমাণ ব্যাটারি যুক্ত স্মার্টফোনের প্রয়োজন হয়ে থাকে। আজকের আর্টিকেলে 10,000 টাকার মধ্যে 6,000mh এর ব্যাটারি স্মার্টফোনগুলো সম্পর্কে আপনাকে জানাবো আমরা। অল্প বাজেটে আপনার যদি ফোনের ব্যাটারি ভালো হওয়ার প্রয়োজন থাকে তাহলে স্মার্টফোনগুলো আপনার বিবেচনায় রাখতে হবেই। 

10,000 টাকার মধ্যে 6,000mAh ব্যাটারির স্মার্টফোন গুলি দেখে নিন

নীচে উল্লেখিত প্রত্যেকটি Smartphone এর দাম 10,000 এর মধ্যেই এবং এগুলির মধ্যে আপনি 6,000 mAh এর ম্যাসিভ ব্যাটারি পাবেন।

Realme C15 Qualcomm Snapdragon Edition 

এই স্মার্টফোনে আপনি পাবেন 6000mAh এর ব্যাটারি এবং অবশ্যই এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য আপনি পাবেন 18W কুইক চার্জ সাপোর্টমাইক্রো ইউএসবি Charging Cable। যেটা এই ম্যাসিভ ব্যাটারি কে কুইক চার্জ দেবার জন্য খুবই প্রয়োজনে লাগবে! এছাড়াও এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 16.5cm মিনি ফুল ড্রপ ডিসপ্লে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকে। এবং তার সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর পেয়ে যাবেন আপনি।

13 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ আপনি পেয়ে যাবেন। যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এর ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স আছে ও আছে আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের রেট্রো লেন্স আপনি পেয়ে যাবেন স্মার্টফোনে। আর এই ডিজাইন Splash Resistant!

3GB ও 32GB এবং তার সাথে 4GB ও 64GB ভেরিয়েন্ট এ এই স্মার্টফোন পেয়ে যাবেন। 

দাম জানতে ক্লিক করুন এখানে

Realme C12

রিয়েলমির C12 স্মার্টফোনে আপনি 6,000mh এর ব্যাটারি তো পাচ্ছেনই তার সাথে পাচ্ছেন 16.5cm মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে। এই স্মার্টফোন রিভার্স চারজিং সাপোর্ট করবে। আর আগের স্মার্টফোনটির মতোই ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সর রয়েছে ব্যাক সাইডে।

এই ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন এই স্মার্টফোনে যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে দুই মেগাপিক্সেলের Black-and-White লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Helio G35 গেমিং প্রসেসর। আর আগের স্মার্টফোনের মতো এই স্মার্টফোনে পাবেন স্প্ল্যাশ রেসিস্টেনসি। 

3GB ও 32GB এবং তার সাথে 4GB ও 64GB ভেরিয়েন্ট এ এই স্মার্টফোন পেয়ে যাবেন। দাম জানতে ক্লিক করুন এখানে

পড়ুন : FAU-G Game সম্পর্কে এই অজানা বিষয় গুলি এখুনি জেনেনিন

10,000 টাকার মধ্যে আপনি যদি 6,000mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন নিতে চান। তাহলে নিঃসন্দেহে রিয়েলমির এই দুটি স্মার্টফোন আপনার জন্য দারুণ অপশন হবে।