FAU-G Game সম্পর্কে এই অজানা বিষয় গুলি এখুনি জেনেনিন

বলিউড স্টার অক্ষয় কুমার 2020 সালের 4 সেপ্টেম্বর এই ফৌজি গেম(FAU-G Game) সম্পর্কে ঘোষণা করেছিলেন। তারপর থেকেই এই গেম নিয়ে উৎসাহ ও উদ্দীপনার অভাব হয়নি। 

FAU-G গেম সম্পর্কে অবাক করা কিছু তথ্য 

গেমটি তৈরি করেছে বেঙ্গালুরুর nCore Games নামে একটি সংস্থা। এবং গেমটি বলিউড স্টার অক্ষয় কুমারের মস্তিষ্কপ্রসূত। 

FAU-G শব্দটির পূর্ণ অর্থ হল Fearless and United Guards। 

এখনই কোনরকম Battle Royal মোড থাকবে না এই গেমে। তবে মাল্টিপ্লেয়ার মোড(Multiplayer Mode) থাকছে। পাবজির মতো গেমে ব্যাটেল রয়েল মোড অত্যন্ত জনপ্রিয়। যেখানে একটা নির্দিষ্ট জায়গাতে অনেক প্লেয়ারদের নামিয়ে দেওয়া হয় যারা একে অপরের সাথে লড়াই করে শেষ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করে।

কিন্তু এইরকম কোনো ব্যাটেল রয়েল মোড এই গেমে নেই বলেই মনে করা হচ্ছে। তবে এখানে মাল্টিপ্লেয়ার মোড প্রেজেন্ট রয়েছে। অর্থাৎ একসাথে বেশ কয়েকজন প্লেয়ার এই FAU-G গেমপ্লে উপভোগ করতে পারবেন। 

এই কথাটা এখন নিশ্চিত গালওয়ান ভ্যালির ঘটে যাওয়া ঘটনা নিয়ে FAU-G গেম অনেকটা ইন্সপায়ার্ড। তাই প্রথম এপিসোড হবে গালওয়ান ভ্যালিতে। পরবর্তীকালে এমনই ভারতের আরও মিশন ইন্সপায়ার্ড নতুন নতুন এপিসোড আসবে। 

গেমের জন্য নতুন যে টিজার টি লঞ্চ করা হয়েছে সেখানেও দেখে মনে হয়েছে গালওয়ান ভ্যালি প্রেক্ষাপটেই তৈরি এই গেম এর প্রথম এপিসোড।

ক্লোজ কম্বাট ও তার সাথে নানান ওয়েপন থাকবে এই গেমে। গেমের প্রথম টিজারে দেখা গিয়েছিল সৈন্যরা ক্লোজ কম্বাটে রত। পরবর্তী টিজারে তাদের হাতে অস্ত্র দেখা যায়। প্রথম থেকে শুধুমাত্র ক্লোজ কম্বাট গেম বলে মনে করা হলেও পরবর্তীকালে তাই এটা এখন স্পষ্ট যে নানান ধরনের ওয়েপনও পাওয়া যাবে এই গেমে। 

nCore Games এর ফাউন্ডার Vishal Gondal এক সাক্ষাৎকারে জানিয়েছেন FAU-G গেম কোন মতেই ভারতে পাবজি গেম ব্যান হয়ে যাবার সুযোগ নিয়ে তৈরী নয়। বহুদিন ধরেই এই গেম সম্পর্কে প্ল্যানিং চলছিল। তাই এই গেমে সম্পূর্ণ অন্য ধরনের গেমপ্লে এক্সপিরিয়েন্স পাবেন গেমাররা। 

ইতিমধ্যেই গেমটির প্রি-রেজিস্ট্রেশনে ভারতে এক নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে। মাত্র 24 ঘণ্টায় 1 মিলিয়ন ইউজার প্লে স্টোরে এই গেমটি প্রি-রেজিস্টার করেছেন। যেটা এককথায় অনবদ্য। অর্থাৎ গেমটি নিয়ে মানুষের উত্তেজনা-উদ্দীপনার শেষ নেই।

লঞ্চের পরই এবার দেখা যাবে এই গেমটি আসলে কেমন হয়। এই মাসের 26 তারিখ, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন অফিশিয়ালি লঞ্চ করা হবে এই গেমটি। আপনি খেলবেন তো ?