Telegram App এ আসছে এই ইন্টারেস্টিং ফিচার্স, আরও সুবিধাজনক হবে এই App

telegram about to introduce these interesting features

হোয়াটসঅ্যাপ তাদের কন্ট্রোভার্সিয়াল টার্মস এন্ড কন্ডিশনস ও প্রাইভেসি পলিসি আপডেট করার পর Telegram-র বাড়বাড়ন্ত শুরু হয় অত্যধিকভাবে। এর আগেও টেলিগ্রাম কিছু ইউজারদের মধ্যে জনপ্রিয় থাকলেও এই ঘটনার পর থেকে টেলিগ্রাম এর জনপ্রিয়তা বাড়তে থাকে অত্যন্ত দ্রুতগতিতে। তারই মধ্যে টেলিগ্রাম বিশেষ কিছু আপডেট নিয়ে আসতে থাকে যেগুলো আরও ফিচার্স যোগ করতে থাকে Telegram App এ। 

নিঃসন্দেহে Telegram এর মধ্যে ইন্টারেস্টিং দারুন সব ফিচার রয়েছে যেগুলো আমাদের প্রচণ্ড রকমের সাহায্য ও সুবিধা প্রদান করে। রিসেন্ট Telegram Android বিটা ভার্সন এ বেশ কিছু ফিচার এড করা হয়েছে। সেগুলো দেখে মনে করা হচ্ছে টেলিগ্রামের মধ্যে সবার জন্য এই ফিচার গুলি রোল আউট করে দেওয়া হবে খুব শীঘ্রই।

কি কি নতুন ফিচার আসতে চলেছে Telegram অ্যাপ্লিকেশনে?

QR Code Invite

টেলিগ্রাম অ্যান্ড্রয়েডের নতুন বিটা ভার্সন এ অ্যাড করে দেয়া হয়েছে QR কোডের মাধ্যমে Invite করার অপশন। অর্থাৎ আপনি যদি কোন গ্রুপে কাউকে ইনভাইট করতে চান তাহলে তাকে আপনার এই QR Code পাঠিয়ে দিতে পারবেন। সেই কিউআর কোড স্ক্যান করে জয়েন করতে পারা যাবে আপনার টেলিগ্রাম গ্রুপে।

শুধু মাত্র এখানেই শেষ নয়। এরমধ্যে গ্রুপ ইনভাইট লিংকেও বেশকিছু কাজ আপনি করতে পারবেন। গ্রুপ ইনভাইট লিংকে ভ্যালিডিটি সেট করে দিতে পারবেন। সেটা এক দিন থেকে শুরু করে এক সপ্তাহ বা কোন লিমিট আপনি নাও রাখতে পারবেন। এই নির্দিষ্ট ভাবে সেট করে দেওয়ার সময় এর পর সেই Invite Link অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। 

জেনে নিন : হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত চ্যাট সরাসরি মুভ করে নিতে পারবেন টেলিগ্রামে, নতুন আপডেট ঘোষণা টেলিগ্রামের, জেনে নিন সঠিক পদ্ধতি

শুধুমাত্র এখানেই শেষ নয়। আপনি তারপর একটা ইনভাইট লিংক এর সাহায্যে কতজন সেই গ্রুপে জয়েন করতে পারবে, সেটাও লিমিট করে দিতে পারবেন। 1 জন, 10 জন, 100 জন নাকি আনলিমিটেড সংখ্যক লোক জন সেই ইনভাইট লিংক ব্যবহার করে আপনার গ্রুপে জয়েন করবে- এটাও সেট করে দিতে পারবেন আপনি আগে থেকেই।

Content Reporting System

গ্রুপে যদি কেউ অশ্লীল মেসেজ করেন। বা এমন যদি মেসেজ করেন যেটা গ্রুপের নিয়মকে ভায়োলেট করে। তাহলে আপনি সেই মেসেজকে স্প্যাম, ভায়োলেন্স অথবা চাইল্ড এবিউজ বা পর্নোগ্রাফি এই সমস্ত ট্যাগ গুলো দিয়ে রিপোর্ট করে দিতে পারবেন। 

Telegram Widget

তার সাথে আসছে Telegram Widget। যেটা আপনি আপনার স্মার্টফোনের হোমস্ক্রিনে এড করে দিতে পারবেন। যেখানে আপনি চারটে চ্যাট আইকন, গ্রুপ অথবা চ্যানেলকে অ্যাড করে রেখে দিতে পারবেন। যার জন্য খুব সহজেই আরও সহজে একসেস করতে পারবেন আপনার প্রিয় টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কে।

কবে থেকে সবার জন্য এভেলেবেল হবেই ফিচার গুলি?

মনে করা হচ্ছে খুব শীঘ্রই সবার জন্য এভেলেবেল করে দেওয়া হবে এই ফিচার গুলিকে। বর্তমানে এই ফিচারগুলো বিটা টেস্টিং এর পর্যায়ে রয়েছে। নিঃসন্দেহে ফিচার গুলি খুবই সুবিধাজনক হবে। আর আপনি যদি সিগন্যাল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে অবশ্যই Signal Application স্পেশাল টিপস-এন্ড-ট্রিকস গুলি দেখে নিতে ভুলবেন না।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।