বহুদিন ধরেই যারা বেসিক কাজকর্মের জন্য iPad নিতে চাইছেন তাদের প্রথম পছন্দের স্থান দখল করে রয়েছে iPad Mini। গেমারদের মধ্যেও এই আইপ্যাড অত্যন্ত রকম জনপ্রিয়। এতে Apple Pencil এরও সাপোর্ট পেয়ে যায় আমরা। দামও অনেক কম। ভারতীয় মুদ্রায় এর দাম শুরু হচ্ছে 34,900 টাকা থেকে।
অ্যাপেলের এই বহুল জনপ্রিয় আইপ্যাড বন্ধ হয়ে যেতে পারে। আর তার পরিবর্তে চলে আসতে পারে বড় ফোল্ডিং iPhone। এমনই দাবি করে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে MyDrivers।
বহুদিন ধরেই অ্যাপেলের ফোল্ডিং আইফোন নিয়ে গুজব শোনা যাচ্ছে। মাঝে শোনা গিয়েছিল এই ফোল্ডিং আইফোনে থাকতে পারে স্টাইলাসের সুবিধাও। মানে প্রায়ই আইপ্যাডের মতোই সমস্ত কিছু সুযোগ-সুবিধা একজন ইউজার পেয়ে যাবেন এই ফোল্ডিং আইফোন থেকে। মাই ড্রাইভারস এর রিপোর্ট অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বরের দিকে রিলিজ করা হতে পারে এই ফোল্ডিং আইফোন। যেটা নিঃসন্দেহে এক বিশাল খবর।
জেনে নিন : Redmi Note 10 সিরিজ সম্পর্কে জানা গেল এই গুরুত্বপূর্ণ তথ্য, নতুন চমক দিলেন মানু কুমার জেইন
তবে একটা কথা নিশ্চিত, ফোল্ডিং আইফোন যদি চলে আসে তাহলে তার দাম সাংঘাতিক রকমের বেশি হবে। কারণ ইদানীংকালে আমরা দেখেছি নতুন কোনো রকম টেকনোলজি অ্যাপেল তাদের ডিভাইস গুলোতে ইমপ্লিমেন্ট করলে সেগুলোর দাম কমের দিকে থাকতেই চায় না।
আর অপর দিক থেকে এই আইপ্যাড মিনির বেস ভ্যারিয়েন্টের বর্তমান বাজার মূল্য রয়েছে 34,900 টাকা। সে ক্ষেত্রে এই ফোল্ডিং আইফোন এর দাম এত কম কি হতে পারে বা iPad Mini-র বিকল্প হিসাবে বাজারে আসতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠছেই।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।