গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতে PUBG Mobile কে ব্যান করে দেওয়া হয়। এই গেম থেকে প্লেয়াররা কিছুটা হলেও বঞ্চিত। কিন্তু তবুও পাবজি মোবাইলের রমরমা বিশ্বজুড়ে বজায় থেকেই যাচ্ছে। এত জনপ্রিয়তার মাঝেও PUBG Mobile কে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় হ্যাকারদের নিয়ে।
হ্যাকারদের পরিমাণ অত্যন্ত রকম ভাবে বেড়ে গেছে পাবজি মোবাইলে। আর সেই জন্যই পাবজি নতুন এক BanPan নামে ইভেন্ট নিয়ে এসেছে। যার মধ্যে অবিশ্বাস্য রকম ভাবে পাবজি অ্যাকাউন্ট ব্যান করছে তারা।
পাবজি মোবাইলে তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র মার্চের 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই তারা পার্মানেন্টলি ব্যান করেছে 11 লক্ষ 10 হাজার 842 টি একাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্ট গুলি বিশেষত নানারকম হ্যাক ব্যবহার করে PUBG গেম খেলে যাচ্ছিল। তার মধ্যে যেমন ছিল Auto-Aim Hacks, তেমনই ছিল Speed Hacks, X-Ray Vision ইত্যাদি হ্যাক্স।
বরাবর পাবজি মোবাইলে হ্যাকারদের দাপট থেকেই গেছে এবং এই নিয়ে একশ্রেণীর পাবজি প্লেয়ারদের অভিযোগের শেষ নেই। সেই অভিযোগ নিবারনেই পাবজি মোবাইলের এই ক্রিয়াকলাপ বলে মনে করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত যত অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে তার মধ্যে 34 শতাংশ রয়েছে Bronze লেভেলের প্লেয়াররা। তারপর 12 পার্সেন্ট রয়েছে Silver এবং Crown লেভেলের প্লেয়াররা। 13 পারসেন্ট Diamond লেভেলের প্লেয়াররা রয়েছেন। সবথেকে কম রয়েছেন Conquar লেভেলের প্লেয়াররা। যারা নানান হ্যাকিং পদ্ধতি অবলম্বন করে পাবজি গেম কে খেলে চলেছিল।
ভারতের অফিশিয়ালি পাবজি মোবাইল ব্যান হলেও অন্যান্য দেশের পাবজি মোবাইল কে এখনো খেলা যাচ্ছে দেশের মাটি থেকেই। তাই আপনি যদি সেইসব গেম গুলিতেও নানান রকম হ্যাকস ব্যবহার করেন বা কোনো রকমের মডিফিকেশন করেন তাহলে সচেতন হয়ে যান। কারণ আপনার অ্যাকাউন্টকে ব্যান করে দেওয়া হবে সারা জীবনের জন্য।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।