Clubhouse-এর মতোই App তৈরি করতে চলেছে চীনের বিখ্যাত কোম্পানি ByteDance, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

china giant bytedance about to launch clubhouse like application

বিশ্ববাজারে Clubhouse অ্যাপ্লিকেশন অত্যন্ত রকমের শোরগোল ফেলে দিয়েছে। ইতিমধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা এসেছেন এবং ব্যবহার করছেন। আবার গত February মাসেই এই Clubhouse App কে ব্যান করে দেওয়া হয়েছে চীন দেশে। এবার মনে করা হচ্ছে অত্যধিক জনপ্রিয়তার কথা বিবেচনা করে  চীনের বাজারে এই Clubhouse App এরই মতো আরও এক অ্যাপ্লিকেশন নিয়ে আসতে চলেছে চীনা জায়ান্ট ByteDance। 

প্রসঙ্গত উল্লেখ্য, Clubhouse আসলে এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে আপনি অডিও চ্যাটের মাধ্যমে ইন্টারাকসন করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী নানা Room-তে পার্টিসিপেট করতে পারবেন। এটাকে  একটি অডিও বেসড Social Network বলা যায়। যেখানে আপনার পছন্দের একটা রুমেতে আপনি জয়েন করে নানান জিনিস আলোচনা করতে পারবেন সেই রুমের participants দের সাথে। 

জেনে নিন : লঞ্চ হয়ে গেল Redmi Note 10 সিরিজ, জেনে নিন দাম, স্পেসিফিকেশনস ও সেল ডেট

সারা বিশ্বে Clubhouse অ্যাপ্লিকেশন এর জনপ্রিয়তা অত্যন্ত কম বেশি। কিছুদিন আগেই ইলন মাস্ক রাশির প্রেসিডেন্ট পুতিনকে তার সাথে Clubhouse App এ জয়েন করার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এই এতো জনপ্রিয়তার সুযোগ নিয়েই সদ্য সদ্য নানান অ্যাপ্লিকেশন লঞ্চ করা হচ্ছে Clubhouse এর মতোই নানান ফিচার্স সহ। 

মাত্র কয়েক দিন আগেই Twitter লঞ্চ করে দিয়েছিল Audio Space এবং তার সাথে সাথে ইনস্টাগ্রামও একসাথে চারজনের লাইভ ভিডিও কলিং এর ফিচার নিয়ে এসেছে। এবার চীনের জায়ান্ট ByteDance ফলো করতে চলেছে সেই একই পথ।  তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই এখনো জানায়নি ByteDance। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।