চলে এল Flipkart Electronics Sale, বিভিন্ন প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট, এখুনি জেনেনিন

get amazing deals on flipkart electronics sale

Flipkart শব্দটি আমাদের প্রত্যেকের কাছে খুবই পরিচিত। সম্প্রতি Flipkart নানান রকমের সেল নিয়ে আসছে তাদের কাস্টমারদের জন্য। একের পর এক অসাধারণ অফার নিয়ে Flipkart উপনীত হয়েছে গ্রাহকদের দরবারে। এবার Flipkart নিয়ে এলো আরেকটি অসাধারণ সেল- Flipkart Electronics Sale। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি অফার পাবেন এই সেলে! এখানে আপনি TOP DEALS এর মধ্যে পেয়ে যাবেন-

POCO C3

এই স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 3 GB RAM,32 GB ইন্টার্নাল স্টোরেজ, 16.59 সেন্টিমিটার ফুল এইচডি ডিসপ্লে।এছাড়াও থাকছে Mediatek Helio G35 প্রফেসর, 5000mAh এর অসাধারণ ব্যাটারি। বর্তমানে এটি আপনি পেয়ে যাবেন মাত্র 6,999 টাকায়। এছাড়াও যদি আপনার HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট  ডিস্কাউন্ট।

Realme C15

স্মার্টফোনটিতে  আপনি পেয়ে যাবেন 3 GB RAM,32 GB ইন্টার্নাল স্টোরেজ, 16.56 cm এর ফুল এইচডি ডিসপ্লে।এছাড়াও থাকছে Mediatek Helio G35 প্রফেসর,6000mAh এর অসাধারণ ব্যাটারি। বর্তমানে এটি আপনি পেয়ে যাবেন মাত্র 8,999 টাকায়। এছাড়াও যদি আপনার HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট  ডিস্কাউন্ট।

Realme Narzo 20 pro

এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে 6 GB RAM, 64GB ইন্টার্নাল স্টোরেজ, 16.51 সেন্টিমিটার ফুল এইচডি ডিসপ্লে।এছাড়াও থাকছেMediatek Helio G95 প্রফেসর, 4500mAh এর  ব্যাটারি। বর্তমানে এটি আপনি পেয়ে যাবেন মাত্র 13,999 টাকায়। এছাড়াও যদি আপনার HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র 11,999 টাকায়। এছাড়াও New Launches ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন-

Apple iphone11

15.49 cm ডিসপ্লে বিশিষ্ট এই স্মার্ট ফোনটিতে আপনি পেয়ে যাবেন 64 GB ROM, A13 Bionic Chip প্রসেসর।বর্তমানে এটির দাম রাখা হয়েছে 46,999 টাকা। এছাড়াও রয়েছে HDFC গ্রাহকদের জন্য 10% ডিস্কাউন্টের সুবিধা।

জেনে নিন : পারমানেন্টলি ব্যান করা হল 11 লক্ষ PUBG Mobile একাউন্টকে, সাবধান হয়ে যান

Apple iPhone XR 

15.5 cm ডিসপ্লে সম্পন্ন এই স্মার্টফোনটি।এছাড়াও থাকছে 12 MP রিয়ার ক্যামেরা 7 MP ফ্রন্ট ক্যামেরা। A12 Bionic Chip। এটির দাম 38,999 টাকা। এছাড়াও HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট।

এছাড়াও এই সেলটিতে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে হোম থিয়েটার, ল্যাপটপ, স্পিকার, সাউন্ডবার প্রভৃতি ইলেকট্রনিক জিনিস। এই অফারটি চলবে 16-20 মার্চ। Flipkart এর এই অসাধারণ অফার নিঃসন্দেহে সকলের মন জয় করবে। আপনি যদি কোনো ইলেকট্রনিক জিনিস কেনার কথা ভাবেন তাহলে অতিসত্বর ফ্লিপকার্ট ভিজিট করুন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।