কিভাবে আপনার Facebook Profile Lock করবেন? জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

easily lock your facebook profile bangla guide

নিজের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখা এখন অত্যন্ত জরুরী। বর্তমানে Facebook,WhatsApp, Instagram,Telegram থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুলোতে হ্যাকাররা তাদের অসৎ কার্যকলাপ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে আপনার আমার মত মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে নেওয়ার জন্য।

আপনার গাফিলতির জন্যই আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাবার সম্ভাবনা থেকেই যায়। তাই আপনার ব্যক্তিগত তথ্য সঠিক রাখার জন্য আপনার Facebook Pofile Lock রাখুন।

Facebook Pofile Lock রাখার ফলে আপনার পরিচিত বন্ধুরা ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইলের খুঁটিনাটি তথ্য জানতে পারবেন না এবং এরই সাথে অন্যকেউ আপনার Facebook Account অ্যাক্সেস করতে পারবে না।

কিভাবে আপনি আপনার Facebook Pofile Lock করবেন?

সর্বপ্রথম আপনি আপনার মেন প্রোফাইলে চলে যান। সেখান থেকে আপনার নামের নিচে ‘More’ বা থ্রি-ডট এ touch করুন। সেখান থেকে “Lock Your Profile” ট্যাপ করুন। এরপর আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে। সেটিকে অন করে দিন। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে আপনার Facebook Profile Lock।

জেনে নিন : Gmail এর খুবই গুরুত্বপূর্ণ ও গোপন ট্রিক্স, অদৃশ্য হওয়া ও পাসওয়ার্ড প্রটেক্টেড ইমেইল, এখুনি জেনেনিন

অনেক সময় অসাধু ব্যক্তিরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে নানান সমস্যার সৃষ্টি করে। যার ফলে সমস্যায় পড়তে হয় আমাদের সকলকে। তাই ফেসবুকের এই অসাধারণ ফিচারস আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক একাউন্ট অনেকটাই সুরক্ষিত থাকবে।

ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে এই সুবিধা ব্যাপকভাবে ফেসবুক ইউজারদের সুবিধা প্রদান করছে। তাই আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক না করে থাকেন তাহলে কোন কিছু না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রোফাইল লক করে দিন। এই সুন্দর সুবিধা টিকে কাজে লাগান। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।