Signal App এর স্পেশাল ট্রিকস গুলি অবশ্যই জেনে নিন, সুবিধা হবে সবারই

Signal App ShresthoTech

হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি আপডেট করার জন্য বহু ইউজার এখন সিগন্যাল(Signal) ও টেলিগ্রামের(Telegram) মতো আরও সিকিউর মেসেজিং অ্যাপ্লিকেশন গুলোতে সুইচ করছেন। আবার সিগন্যাল জয়েন করেও অনেকেরই এই অ্যাপ্লিকেশনের বহু ফিচার অজানা থেকে যাওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে।

আজকের এই আর্টিকেলে আপনাদের বেশকিছু সিগন্যাল অ্যাপ্লিকেশনের ট্রিক্স সম্পর্কে বলব যেগুলো আপনি যদি সিগন্যাল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে আপনাকে জেনে নিতে হবেই। দেখে নেওয়া যাক সিগন্যাল অ্যাপ্লিকেশনের স্পেশাল ট্রিকস গুলি।

Signal App জয়েন করেই এটা অবশ্যই করুন!

এখন হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়ে সিগনালে অনেকেই জয়েন করছেন। কিন্তু আপনার কন্টাক্ট যখনই সিগনালে জয়েন করেন, তখনই আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়। যেটা বহু ক্ষেত্রেই আমাদের পক্ষে অত্যন্ত বিরক্তিকর হয়ে দাঁড়ায়। সিগনালে আপনি জয়েন করেই প্রথমে Contact Joined Notification টিকে ডিজেবল করে দিন। যার ফলে এরকম বিরক্তিকর নোটিফিকেশন আসবেনা। 

এটা করার জন্য প্রথমেই Signal App টি Open করে নিন। তারপরে App Settings এ যান। সেখান থেকে Notifications তারপর Events ও সব শেষে Disable Contact Joined Signal এই অপশনটি কে বন্ধ করে দিন তাহলেই হবে। 

কিভাবে আপনার পাঠানো মেসেজ ডিলিট করবেন ? 

অনেক সময় ভুলবশত অন্য কাউকে মেসেজ পাঠিয়ে ফেলে আমাদের সমস্যায় পড়তে হয়। তবে চিন্তার কারণ নেই। হোয়াটসঅ্যাপের মতো সিগনালে ডিলিটের ফিচার আপনি পেয়ে যাবেন।  যে মেসেজটি কে আপনি ডিলিট করতে চান সেটাকে লং প্রেস করে থাকুন। তারপর ডিলিট আইকনটিতে ট্যাপ করে দিন। 

এরপরে আপনি Delete for Me  এবং Delete for Everyone অপশন পেয়ে যাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী অপশন বেছে নিন। তবে একটা কথা মনে রাখা ভাল, হোয়াটসঅ্যাপের মতো এখানেও নোটিফিকেশন দেওয়া হবে যে মেসেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। 

মেসেজ পড়া হয়েছে কিভাবে জানবেন ?

এতদিন পর্যন্ত WhatsApp-এ আমরা জানতাম নীল টিক(Blue Tick) পড়লে কোনো মেসেজ পড়া হয়ে গেছে। কিন্তু সিগন্যাল এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা রকম।

যখন আপনার পাঠানো মেসেজ ডেলিভার করা হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন আপনার পাঠানো মেসেজ এর Double Tick পড়েছে। এই Double Tick এর ব্যাকগ্রাউন্ড যখন সাদা হয়ে যাবে তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার পাঠানো মেসেজ পড়া হয়েছে। 

অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ ব্যবহার করবেন কিভাবে ?

সিগনালে একটা অত্যন্ত জনপ্রিয় ফিচার হল এই Disappearing Messages অপশনটি। অর্থাৎ এর সাহায্যে মেসেজ পাঠানোর একটি নির্দিষ্ট সময় পর মেসেজটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা এনেবেল করার জন্য Chat Info তে চলে যান। সেখানে গিয়ে ON করে নিন Disappearing Messages অপশন।

জেনে নিন : রিয়েলমি লঞ্চ করে দিয়েছে Realme X7 ও Realme X7 Pro, জেনে নিন প্রাইস এবং স্পেসিফিকেশনস

তারপর 5 সেকেন্ড থেকে এক সপ্তাহ সময়কে নিচের বারটিকে কমিয়ে বা বাড়িয়ে সিলেক্ট করে নিন। আপনার সিলেক্ট করে নেওয়া সময়ের পর অটোমেটিক আপনার পাঠানো মেসেজটি অদৃশ্য হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখুন Disappearing Messages এনেবেল করে আপনি যে মেসেজ পাঠাবেন সেখানে একটা টাইমার দেখতে পাবেন। সেটা থেকেই রিসিভার বুঝতে পারবেন এই মেসেজ Disappearing Message।

সিগনালে কিভাবে নাম্বার ব্লক করবেন ?

এই একটা অপশন আমাদের সব সময়ই প্রয়োজন হয়। আর Signal-এ ব্যাপারটা খুব সহজেই আপনি করতে পারবেন। কাউকে যদি সিগনালে ব্লক করার প্রয়োজন হয় তাহলে তার চ্যাট ওপেন করে উপরের Profile Name এর উপর ট্যাপ করুন। তার একদম নিচে আপনি Block User অপশনটি পেয়ে যাবেন। ট্যাপ করে নিন। তাহলেই হবে।

অবশ্যই এই ট্রিক্স গুলি ব্যবহার করুন, আর আপনার Signal এক্সপিরিয়েন্স কে আরও ভালো করে তুলুন। এই রকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।