এই মাসেই লঞ্চ করে দেওয়া হয়েছিল Redmi Note 10 সিরিজ। এই সিরিজের তিনটি স্মার্টফোন আমরা দেখেছিলাম- Redmi Note 10, Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max। আজ শুরু হচ্ছে Redmi Note 10 Pro এর প্রথম সেল। অবশ্যই জেনেনিন এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত।
Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন্স
Redmi Note 10 Pro তে আপনি পেয়ে যাবেন 16.9 সেন্টিমিটারের Super AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz। পেয়ে যাবেন কর্নিং গরিল্লা গ্লাস 5 এর প্রটেকশন। Quad Camera সেটআপ পাবেন যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের সুপার টেলি-ম্যাক্রো লেন্স পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন। পাবেন 16MP এর ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা।রয়েছে Qualcomm Snapdragon 732G প্রসেসর।
জেনে নিন : চলে এল Flipkart Electronics Sale, বিভিন্ন প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট, এখুনি জেনেনিন
পাবেন 5020mAh এর ম্যাসিভ ব্যাটারি। এবং তার সাথে 30W এর ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যে। ক্যামেরার মধ্যেই ফটো আর ভিডিও ক্লোন করার অপশন, Night Mode 2.0 পেয়ে যাবেন এবং Dual Video অপশন পাবেন। সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর তারই সাথে ফেস আনলক এর সুবিধা রয়েছে। তিনটে কালার ভ্যারিয়েন্টে এই স্মার্টফোন পেয়ে যাবেন Dark Night, Vintage Bronze এবং Glacial Blue।
Redmi Note 10 Pro এর দাম ও Offer –
তিনটে ভ্যারিয়েন্টে এই Redmi Note10 Pro স্মার্টফোনটি আপনি পাবেন- 6GB-64GB যার দাম রাখা হয়েছে 15,999 টাকা, 6GB-128GB যার দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং তার সাথে 8GB ও 128GB যার দাম রাখা হয়েছে 18,999 টাকা। আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
কোথায় এই স্মার্টফোন কিনতে পারবেন?
Redmi Note 10 Pro আপনি কিনতে পারবেন MI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আজ দুপুর 12 টায়। তারই সাথে আমাজনেও এই স্মার্টফোন কিনতে পারবেন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।