পাবজি মোবাইল(PUBG Mobile) ব্যান হওয়ার পর সেই গেমের ভারতীয় ভার্সন Battlegrounds Mobile India নামে ভারতে ফিরে আসতে চলেছে। ইতিমধ্যেই এই গেমের প্রি-রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেছে। তারই মধ্যে Battlegrounds Mobile India বিভিন্ন সময় এই গেমের বেশ কিছু জিনিস টিস করছে।
যেটা থেকে অফিসিয়ালি অনাউন্স না হওয়ার সত্ত্বেও সেই গেম কেমন হবে তা নিয়ে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এখনো পর্যন্ত এই গেম সম্পর্কে আমরা কি জানতে পেরেছি তা জেনে নেওয়া যাক।
Battlegrounds Mobile India-তে কোন কোন বিষয়গুলো নিশ্চিত ভাবে থাকছে?
প্রি-রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগেই প্রি-রেজিস্ট্রেশন এর ঘোষণা করতে গিয়ে Battlegrounds Mobile India একটা পোস্ট শেয়ার করেছিল। সেই পোস্টে আমরা দেখতে পেয়েছিলাম Sanhok এর Ban Tai এলাকাকে। পরবর্তীকালে তারা আরও অনেক পোস্ট শেয়ার করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোতে।
যেখানে আমরা আরও নানান ম্যাপ সম্পর্কে জানতে পারি। আমরা দেখতে পাই Erangel Map কে। যদিও বানানে সামান্য হেরফের(Erangle) করে তারা এই ম্যাপটিকে নিয়ে আসছে। তবুও সেই ম্যাপ এর ঝলক Battlegrounds Mobile India দেখিয়েছে তাদের টিজারে। তারই সাথে আমরা Livik ম্যাপের ঝলক দেখতে পায় তাদের আরেক পোস্টারে। নিশ্চিতভাবেই থেকে বোঝা যাচ্ছে Battlegrounds Mobile India তে পাবজি মোবাইলের মতোই জনপ্রিয় ম্যাপ গুলো থাকবে। Erangle তার সাথে Livik বা Sanhok এর মত ম্যাপগুলো এই গেমে উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে।
সদ্য সদ্য Battlegrounds Mobile India একটা 30 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। সেখানে আমরা শুনতে পাই সম্পূর্ণ পাবজি মোবাইল এর মতই থিম সং। যদিও তা শুধু মাত্র অল্প কয়েক সেকেন্ড শোনা গিয়েছিল। কিন্তু পাবজি লাভারদের বুঝে নিতে দেরি হয়নি। পরবর্তীকালে আরও একটি টিজারে এই গেমের অন্য এক ধরনের থিম সং আমরা শুনতে পায়। তাই এই গেমের থিম সং কেমন হতে চলেছে তা এখনই নিশ্চিত ভাবে সম্ভব নয়। তবে দুটো থিম সংই আমাদের খুব পছন্দ হয়েছে।
আগামীকালই Battlegrounds Mobile India আরেকটি শর্ট ভিডিও পোস্ট করেছে। যেখানে আমরা Level 3 Backpack পড়ে থাকতে দেখতে পাচ্ছি। অর্থাৎ Level 3 ব্যাকপ্যাক নিশ্চিতভাবেই থাকবে। নিঃসন্দেহে যারা পাবজি মোবাইল লাভার রয়েছেন তাদের জন্য এটা সুখবর। পাবজি মোবাইল এর মতই এই গেমে অনেক সাদৃশ্য থাকবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই সমস্ত বিষয় গুলো নিয়ে Krafton বা Battlegrounds Mobile India-র তরফ থেকে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তবে সমস্ত কিছু দেখে এই গুলো যে থাকবে তা প্রায় নিশ্চিত ভাবেই বলা যায়।
জেনে নিন : এইভাবে করা হচ্ছে WhatsApp একাউন্ট Hack, অবশ্যই জেনেনিন কিভাবে সাবধান থাকবেন
কবে লঞ্চ হতে চলেছে Battlegrounds Mobile India এই নিয়ে আমাদের মনে প্রশ্ন আসছেই। ইতিমধ্যেই pre-registration চলছে। তাদের কথামতো এখনো পর্যন্ত চার মিলিয়ন তাদের ইউটিউব ফলওয়ার্স হয়ে গেছে। মনে করা হচ্ছে এই সংখ্যা আরো বহুগুণ বাড়বে। তবে এর অফিশিয়াল লঞ্চ নিয়ে এখনো পর্যন্ত Battlegrounds Mobile India-র তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি।
তবে মনে করা হচ্ছে জুন মাসের 10 তারিখে হয়তো গেমটা লঞ্চ হতে পারে। যেটা তাদের দেওয়া এক হিন্টস থেকে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীকালে আরও অনেক তথ্য উঠে এসেছে। যেখান থেকে মনে করা হচ্ছে এই গেমটি লঞ্চ হতে পারে জুন মাসের 18 তারিখে। তবে 10 তারিখ বা 17 তারিখ বা 18 তারিখ যে ডেটই হোক। এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। এছাড়াও Battlegrounds Mobile India-র সম্পর্কে অজানা তথ্য যদি আপনি জেনে নিতে চান তা জেনে নিতে পারবেন এখানে।
PUBG Mobile Lite এর মত এই গেমের লাইট ভার্সন থাকবে না থাকবে না। এই নিয়ে Battlegrounds Mobile India-র ফ্যানদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। এই গেমের সিস্টেম রিকোয়ারমেন্টসে দেখানো হয়েছে যে মাত্র 2GB RAM থাকলেই এই গেমটি স্মার্টফোনে খেলা সম্ভব। অর্থাৎ খুব ভালো স্মার্টফোন থাকলেই তবেই এই গেমটি আপনি উপভোগ করতে পারবেন এমনটা নয়। মাত্র 2GB RAM যুক্ত স্মার্টফোনেই আপনি এই গেম কে উপভোগ করতে পারবেন। এমনটাই জানাচ্ছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। তাই খুব সম্ভবত এই গেমের আর কোনরকম লাইট ভার্সন আসবেনা।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।