ইনস্টাগ্রম(Instagram) সম্পর্কে বিশেষ ভাবে পরিচয় দেওয়ার আর কোন কিছুই নেই। সারা বিশ্বজুড়ে এই ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অত্যন্ত জনপ্রিয় সকল ইউজারদের কাছেই। এর মধ্যে আপনার প্রাইভেসি এবং সিকিউরিটি(Privacy and Security) বজায় রাখার জন্য যাবতীয় সুবিধা রয়েছেই।
আজকে আপনাকে শেখাবো কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট(Instagram Account Private) করে রাখতে পারবেন। তার আগে আমাদের বুঝতে হবে এই প্রাইভেট ব্যাপারটি কি?
ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট কি?
আপনি যখন ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট তৈরি করেন। তখন বাইডিফল্ট সেই একাউন্টে আপনি কি পোস্ট করছেন সেটা যে কেউ চাইলে আপনার একাউন্টে ঢুকে দেখে নিতে পারেন। এইটাই অনেকের পক্ষে সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকে চান না তাদের পোষ্ট করার কোন ফটো বা ভিডিও অনুমতি ছাড়াই কেউ দেখুন। শুধুমাত্র তাদের বন্ধুরাই তাদের শেয়ার করা ফটো অথবা ভিডিও দেখুনসেটাই তারা চান।
সে ক্ষেত্রে এই ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট প্রচন্ড রকমের কাজে দেয়। আপনি যখন ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখবেন। তখন আপনি শুধুমাত্র যেসব ফলোয়ারদের এপ্রুভ(Approve) করবেন তারাই আপনার প্রোফাইলে আপলোড করা যাবতীয় ফটো আর ভিডিও দেখতে পারবেন। অর্থাৎ কেউ যখন আপনাকে ইনস্টাগ্রামে ফলো করবেন তখন আপনার কাছে একটি নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে তিনি Follow Request পাঠিয়েছেন আপনাকে।
আপনি যখন সেই রিকোয়েস্ট একসেপ্ট(Accept Request) করবেন তখন তিনি আপনাকে ফলো করতে পারবেন। এবং আপনার এই রিকোয়েস্ট একসেপ্ট করার পর তিনি আপনার একাউন্টে পোস্ট করা ফটো এবং ভিডিও দেখতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখলে আপনি যে সমস্ত ইউজারদের Approve করছেন শুধুমাত্র তারাই আপনার একাউন্টে যাবতীয় কন্টেন্ট দেখতে পারবেন।
কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট করবেন?
প্রথমে আপনাকে বলব Instagram Application থেকে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট করবেন। Android Application হোক বা iOS অ্যাপ্লিকেশন। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন Open করে নিন। যে একাউন্ট আপনি প্রাইভেট করতে চাইছেন সেই অ্যাকাউন্টে Sign In করে নিন। সাইন করে নেওয়ার পর ডান দিকে নিচে একদম কোনে আপনার প্রোফাইল পিকচারটি(Profile Picture) দেখতে পারবেন।
জেনে নিন : Instagram Reels থেকেও করা যাবে টাকা ইনকাম, আসছে Instagram Reels Bonus Programme
এটাই আপনার প্রোফাইল আইকন। তার উপরে ট্যাপ করুন। তাহলে একটা সাইড মেনু(Side Menu) খুলবে। তার উপরে একদম ডান দিকে কোনে একটি থ্রি বার মেনু(Three Bar Menu) থাকবে। তাতে ট্যাপ করুন। তার একদম নিচে Settings অপশন রয়েছে। সেটিংস অপশনটিতে ক্লিক করুন।
এই Settings অপশনটিতে ক্লিক করার পর দেখবেন Privacy অপশন রয়েছে। Privacy অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন Private Account অপশন। এই Private Account অপশনে গিয়ে Private Account অপশন টিকে এনেবেল করে দিতে হবে আপনাকে। তাহলেই একাউন্ট Private হয়ে যাবে।
আপনি যদি চান আপনার মোবাইলে ব্রাউজার ব্যবহার করেও এই একই পদ্ধতিতে আপনার Account Private করতে পারবেন। এছাড়াও যদি আপনি কম্পিউটার থেকে instagram.com একসেস করে এই কাজটি করতে চান। তাহলে অবশ্যই প্রথমে instagram.com ওপেন করে নিন। তারপর Sign In করুন।
তারপর ডান দিকে একদম কোনে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। তার উপর ক্লিক করলেই আপনি সেটিংস অপশন পেয়ে যাবেন। সেটিংস এর মধ্যে রয়েছে প্রাইভেসি এবং সিকিউরিটি। এই প্রাইভেসি এবং সিকিউরিটির মধ্যে চলে যান। তারমধ্যে একদম নিচে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট প্রাইভেসি। এর মধ্যেই রয়েছে প্রাইভেট একাউন্ট। সেটিকে জাস্ট এনেবেল করে দিন। তাহলেই হবে।
অবশ্যই খেয়াল রাখুন-
আপনি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখার পর কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। এবার যে কেউ আপনার অ্যাকাউন্টের মধ্যে কোন ফটো বা ভিডিও আপনি আপলোড করেছেন সেটা দেখতে পাবেন না। সেটা তো আগেই জানানো হয়েছে। কিন্তু তারা আপনার ইন্সটাগ্রাম এর প্রোফাইল পিকচার দেখতে পারবেন। এবং তার সাথে দেখতে পারবেন আপনার ইনস্টাগ্রাম বায়ো।
তার নিচে থাকবে Follow Request অপশন। এতে ক্লিক করে আপনাকে ফলো করার রিকোয়েস্ট তারা করতে পারবে। আর আপনি তো জানেনই আপনি যখন এই রিকোয়েস্ট Approve করবেন। তখনই তারা আপনার কন্টেন্ট দেখতে পারবেন।
এই Follow Request গুলি আপনি Activity সেকশনে দেখতে পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো Approve করতে পারবেন অথবা Ignore করে দিতে পারবেন।
আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করার আগে থেকেই যারা আপনাকে ফলো করছেন তারা কিন্তু আপনাকে ফলো করেই থাকবেন। এবং আপনার সমস্ত কন্টেন্ট দেখতে পারবেন। আপনি যদি তাদেরকে আপনার কনটেন্ট দেখাতে না চান তাহলে ব্লক করে দিতে পারেন।
নিঃসন্দেহে ইনস্টাগ্রামের এই ফিচারটি অনেকেরই প্রচন্ড রকমের কাজে লাগে। আপনি যদি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করবেন এরকম ভাবছিলেন। তাহলে এই পদ্ধতি গুলো মেনে চলুন। এবং এখনি আপনার একাউন্টকে প্রাইভেট করে দিন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।