বর্তমান করোনা পরিস্থিতিতে work-from-home এর জন্য আপনার যদি বেশি ইন্টারনেট একসেসের প্রয়োজন হয়। তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন Vi-এর এই প্যাকগুলো। Vi এর এই প্ল্যান গুলিতে প্রতিদিন পাবেন 4GB করে ডেটা। চলুন দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক এই প্ল্যান গুলি সম্পর্কে সমস্ত কিছু খুঁটি-নাটি বিস্তারিত ভাবে।
Vi-এর 299 টাকার প্রিপেইড প্ল্যান-
এই প্রিপেড প্যাকে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। প্রত্যেকদিন 100 টা করে এসএমএস পাবেন। প্রতিদিন 4জিবি করে ইন্টারনেট থাকছে। এখানেই শেষ নয়। আসি অন্যান্য অফার সমূহে – রয়েছে Binge all Night এর সুবিধা। যেখানে আপনি রাত 12 টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট surf, stream, share করতে পারবেন ল। এটি আপনি ব্যবহার করতে পারবেন প্যাক ডিডাকশন বাদেই। থাকছে উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও। এছাড়া ভি আই মুভি, আনলিমিটেড টিভি শো, লাইভ নিউজ দেখার সুযোগ পাবেন আপনি। প্যাকের বৈধতা 28 দিন।
Vi-এর 449 টাকার প্রিপেইড প্ল্যান-
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক Vi এর 449 টাকার প্রিপেইড প্ল্যানে কী কী বেনিফিট রয়েছে। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। প্রতিদিন 100 টা করে এসএমএস। এবং 4 জিবি করে ইন্টারনেট। জেনেনিন এই প্ল্যানেরই অন্যান্য আকর্ষণীয় বেনিফিট গুলির বিষয়ে।
Vi এর Binge all Night এ আপনার মন যা চায় তাই দেখতে পারবেন রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত। এক্সট্রা প্যাক ডিডাকশন ছাড়াই। তারপর রয়েছে উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও। এছাড়া Vi Movie, TV Shows, নিউজের মতো অ্যাপ্লিকেশান এর সুবিধা। এই প্যাকটির বৈধতা 56 দিন।
Vi-এর 699 টাকার প্রিপেইড প্ল্যান-
Vi এর আর একটি উল্লেখযোগ্য প্যাক হলো 699 টাকার। এতে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কল, 100 টা করে এসএমএস এবং 4 জিবি করে ইন্টারনেট প্রতিদিন। অন্যান্য বেনিফিট গুলি হল – Binge all Night, সাথে উইকেন্ড ডাটা রোলওভার। অর্থাৎ সোমবার থেকে শুক্রবার অবধি সমস্ত অব্যবহৃত ইন্টারনেট এড হয়ে যাবে সপ্তাহের শেষে। আর Vi Movie, Live, TV Shows, নিউজ দেখার অসাধারণ সুযোগ তো রয়েছেই।
Vi এর দিন দিন ইউজারের সংখ্যা যেমন বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের নানা প্রকার চাহিদাও। আর নিজেদের কাস্টমারদের সংখ্যা বৃদ্ধি করার জন্য Vi-ও প্রতিমুহূর্তে নতুনত্ব আনার চেষ্টা করছে তাদের প্ল্যান গুলিতে। কখনো ডেটা প্যাকে, কখনো কলিংয়ের ক্ষেত্রে, কখনো বৈধ্যতায়। নিজেদের কাস্টমারদের সন্তুষ্ট করার জন্য তারা সবসময়ই ব্যস্ত হয়ে রয়েছে।
তাই আপনিও যদি Vi এর কাস্টমার হয়ে থাকেন। এবং তার সাথে প্রত্যেকদিন অত্যধিক ইন্টারনেট একসেস করার যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। তাহলে অবশ্যই এই প্ল্যান গুলিকে আপনি বিবেচনা করতে পারেন।