Pre-registration পেজেই রয়েছে এই সাংঘাতিক ভুল, আবার ব্যান হয়ে যেতে পারে Battlegrounds Mobile India?

battlegrounds mobile india has pubg mobile mentioned their google play store link

অবশেষে বহু অপেক্ষার পর Battlegrounds Mobile India আসতে চলেছে। এই গেমের pre-registration শুরু হয়ে গেছে গুগল প্লে স্টোরে। পাবজি মোবাইল লাভাররা এই গেম সম্পর্কে রীতিমত খুশি। মনে করা হচ্ছে জুন মাসের 10 তারিখেই লঞ্চ করা হয়ে যেতে পারে এই গেমটি কে। তাদের সাথে পাবজি মোবাইলের কোনো সংযোগ নেই বলেও Google Play Store-এ এই গেমে পাবজি মোবাইলের নাম রয়েছে দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি। আর এই নাম থাকা থেকেই উঠছে একটা প্রশ্ন- তাহলে কি Battlegrounds Mobile India ব্যান হয়ে যেতে পারে না?

আসলে কি হয়েছে?

Battlegrounds Mobile India-র pre-registration শুরু হওয়ার আগে থেকেই ঘোষণা হয়ে গিয়েছিল এই গেম খুব শীঘ্রই আসতে চলেছে। এবং তারপর থেকেই অনেক গেমিং ইউটিউবাররাই এই গেম কে নিয়ে প্রচার করে যাচ্ছিল। আর সেখানে তারা পাবজি মোবাইলের সাথে এই গেমে তুলনা করছিল। সেই সময় তাদেরকে Krafton-এর তরফ থেকে বিশেষ মেসেজ করা হয়। যেখানে তাদের অনুরোধ করা হয় এই গেমকে পাবজি মোবাইলের সাথে তুলনা না করতে। 

তাদের ভয় ছিল তুলনা করলে হয়তো এই গেম কেউ ব্যান করে দেওয়া হতে পারে। তারা এটাও ব্যাখ্যা দেয় পরবর্তীকালে যে টেনসেন্ট এর সাথে এই গেমের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ইন্ডিয়া স্পেসিফিক গেম হিসাবেই ক্রাফটন এই গেমকে এবার নিয়ে আসছে ভারতে। অর্থাৎ চীনের সাথে কোন রকম সম্পর্ক আর থাকছে না। পাবজি মোবাইলের অল্টারনেটিভ হিসেবে এই গেম কে আনা হচ্ছে এমন কথা মানতেও তারা নারাজ। 

এতদূর পর্যন্ত সমস্তটাই ঠিক ছিল। কিন্তু সকলে হতবাক হয়ে যায় Battlegrounds Mobile India-র pre-registration শুরু হতেই। Battlegrounds Mobile India-র গুগল প্লে স্টোর pre-registration শুরু হতেই দেখা যায় এই গেম এর লিঙ্কটির মধ্যেই রয়েছে PUBG Mobile এর নাম। আর তখনই ইউজারদের ভ্রু কুঁচকে যেতে সময় লাগেনি বেশি। 

battlegrounds mobile india has pubg mobile mentioned their google play store link
লিঙ্কটির মধ্যেই রয়েছে PUBG Mobile এর নাম…

জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী

যে গেম থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নতুন শুধুমাত্র ভারতের জন্য গেম আনা হচ্ছে। এমনটা বলতে চাইছে Battlegrounds Mobile India স্বয়ং। যারা অনুরোধ করেছে পাবজি মোবাইলের সাথে এই গেমের কোন তুলনা না করতে। বারবার বলা হয়েছে এই গেমের সাথে পাবজির কোন সংযোগ নেই। তারা কিভাবে এই মারাত্মক ভুলটি করলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন! 

এখনো পর্যন্ত এই লিংকে সংশোধন করা হয়নি। তবে কি আবারও ব্যান করে দেওয়া হতে পারে এই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া কে? সময়ই দেবে তার উত্তর। তার মধ্যেই এটা কি নিছকই একটি ভুল? তাদের এই সাংঘাতিক ভুল কি মানা যায়? উঠছে প্রশ্ন।