PUBG Mobile India এবার ভারতে আসছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) নামে। এই বিষয়ে বেশ কয়েকদিন আগেই Krafton ঘোষণা করে দিয়েছিল। কিন্তু তারা ঘোষণা করেনি ঠিক কোন ডেটে পাবজি মোবাইলের অল্টারনেটিভ ভার্সন এই Battlegrounds Mobile India ভারতে লঞ্চ করা হবে।
এবার Battlegrounds Mobile India একটা ছবি পোস্ট করেছে। যেটা থেকে এই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার লঞ্চ ডেট সম্পর্কে কিছুটা হলেও হিন্টস পাওয়া যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক তাদের সেই পোস্ট সম্পর্কে।
কবে লঞ্চ হচ্ছে Battlegrounds Mobile India?
Battlegrounds Mobile India তরফ থেকে তাদের অফিশিয়াল ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে- “We’re just as excited as you are! BATTLEGROUNDS MOBILE INDIA is all set to take over!” অর্থাৎ “আপনাদের মতোই আমরা অত্যন্ত উত্তেজিত। সবকিছু দখল করে নিতে Battlegrounds Mobile India প্রস্তুত।”
এখানেই থেমে নেই তারা। এই ক্যাপশন দেওয়ার সাথে সাথে একটি ফটো পোস্ট করা হয়েছে। মনে করা হচ্ছে যে ফটোর মধ্যেই লুকিয়ে রয়েছে Launch Date-এর হিন্ট। ফটো তো দেখা যাচ্ছে পাবজি মোবাইলে যে হেলমেট আমরা ব্যবহার করি। সেই হেলমেট কে। এবং তার সাথে সূর্যগ্রহণ কালীন যেমন পরিস্থিতি সৃষ্টি হয় ঠিক তেমনভাবেই সেই হেলমেট কে ব্যবহার করে সূর্য গ্রহণের পরিস্থিতিকে ফুটিয়ে তোলা হয়েছে।
শুধুমাত্র এই ছবিটায় পোস্ট করা হয়েছে। তার সাথে আর অন্য কিছু দেওয়া নেই। কিন্তু এই ছবি দেখে নেটিজেনরা এর লঞ্চ ডেট খুঁজে বার করে ফেলতে দেরী করেনি।
জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী
সমস্ত কিছু তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে পরবর্তী সূর্যগ্রহণ হতে চলেছে আগামী মাসের অর্থাৎ জুন মাসের 10 তারিখ। আর এখানে সূর্য গ্রহণের আদলেই ছবিটাকে দেখানো হয়েছে। তাই মনে করা হচ্ছে এই Battlegrounds Mobile India গেমটি লঞ্চ করা হবে জুন মাসের 10 তারিখে। অর্থাৎ আগামী সূর্যগ্রহণ এর দিনেই।
আপাতত এই লঞ্চ ডেট কনফার্ম করেনি Krafton বা PUBG Mobile। তবে তার জন্য পাবজি লাভারদের মধ্যে উত্তেজনার অভাব নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে জোর চর্চা। তবে সত্যিই কি জুনের 10 তারিখে লঞ্চ করা হবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কে? সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আরও কিছু দিন। ইতিমধ্যেই এই গেমের লোগো রিভিল করে দেওয়া হয়েছে। দেখেনিন সেই লোগো রিভিলের ভিডিও-
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।