এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। প্রতিনিয়ত আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলি। আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখতে একে ব্যবহার করি আমরা। এবার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে আপনার সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিনব এক পন্থা বের করেছে হ্যাকাররা।
কিভাবে করা হচ্ছে WhatsApp হ্যাক?
এখন হোয়াটসঅ্যাপ ইউজারদের নাম্বারে পাঠানো হচ্ছে একটি মেসেজ। সেখানে উল্লেখ থাকছে একটি হোয়াটসঅ্যাপ OTP। এবং তার নিচে একটি লিংক থাকছে। বলা থাকছে এই লিংকে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন। দেখে যাতে সাধারণ ইউজারদের সন্দেহ না হয় তাই চালাকি করে সেই মেসেজে বলা হচ্ছে এই OTP কে অন্য কারোর সাথে শেয়ার না করতে।
প্রাথমিকভাবে দেখে এই মেসেজটিকে হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন এটা হোয়াটস্যাপ থেকে পাঠানো হয়নি।
বিপদটা তখনই হয় যখন আপনি তা না বুঝে সেই লিঙ্কে ক্লিক করে দেন। তাহলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। আপনার যাবতীয় তথ্য হাতিয়ে নেবে হ্যাকাররা। এমনকি সেই লিংকে গিয়ে ভুলবশত কয়েকটি পারমিশন দিয়ে দিলে আপনার ফটো, ভিডিও, কন্টাক্ট ইনফর্মেশন সহ আপনার স্মার্টফোনে যদি কোন ব্যাংকিং অ্যাপ্লিকেশন থাকে সেগুলো দখলে নিয়ে নিতে পারে হ্যাকাররা।
কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। এবং তারা সেই পোষ্টটিতে জানিয়েছেন- “সাবধান! আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে! পোস্টে দেওয়া ছবিটিতে যে মেসেজ রয়েছে, সেরকম কোনও মেসেজ আপনার ফোনে এলে, অনুরোধ, মেসেজটি ফরওয়ার্ড করবেন না, মেসেজটি খুব পরিচিত কেউ করলেও না। তার কারণ কিছু জালিয়াত এই পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করছে। আমাদের কাছে এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সুতরাং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।”
জেনে নিন : কিভাবে আপনার UPI আইডি সুরক্ষিত রাখবেন? এই বিশেষ বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন
অবশ্যই হোয়াটসঅ্যাপ এইভাবে কখনোই আপনার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য মেসেজ পাঠায় না। তাই ভুল করেও সেই মেসেজের কোন লিংকে ক্লিক করবেন না।
কিভাবে আপনার WhatsApp Account সিকিউর রাখবেন?
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য বেশকিছু পদ্ধতির ব্যাপারে আমরা আগেই জানিয়েছি। এই সিকিউরিটি স্টেপগুলো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এর মধ্যেই রয়েছে। হোয়াটসঅ্যাপে তরফ থেকেই এই সিকিউরিটি স্টেপগুলো কে দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেলটি ভালো করে পড়ে নিন এবং সেই সিকিউরিটি স্টেপগুলো কে ভালো ভাবে মেনে চলুন। যদি চেক করতে চান আপনার WhatsApp Account অন্য কেউ ব্যবহার করছে কিনা তাহলে এই পদ্ধতি ফলো করুন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।