কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

WhatsApp একাউন্ট সুরক্ষিত

বর্তমান সময়ে Whatsapp খুবই জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। সারাবিশ্বে এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে। আমরা লক্ষ্য করে দেখি কিছু কিছু সময় অসাবধানতার জন্য WhatsApp ইউজারদের সমস্যায় পড়তে হয়। 

ঠিক তেমনই বেশ কিছু পদ্ধতি মেনে চললে আপনার WhatsApp অ্যাপ্লিকেশনটিকে সুরক্ষিত থাকবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার WhatsApp সুরক্ষিত রাখবেন!

কিভাবে আপনি আপনার WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন?

WhatsApp সুরক্ষিত রাখার জন্য এর মধ্যেই দারুণ সব সিকিউরিটি ফিচারস রয়েছে। নিচের মেনশন করা সিকিউরিটি মেজারস গুলি ফলো করুন।

Security Notifications অন করে রাখুন

সর্বপ্রথম আপনার Whatsapp টি Open করে নিন। তারপর Settings এ চলে যান। এরপর Account অপশনটিকে সিলেক্ট করে নিন। এবার Security অপশনটি টাচ করুন। এখন আপনি দেখতে পাবেন Show security notifications। এখন এটি ON করে দিন। 

এটি অন রাখার ফলে যখন আপনার Whatsapp অন্য কোন ডিভাইসে যখন সাইন ইন করা হবে। তখন আপনার কাছে অটোমেটিক একটি নোটিফিকেশন যাবে। যার ফলে আপনি অনায়াসে বুঝতে পেরে যাবেন আপনার Whatsapp টি অন্য কোন ডিভাইসে লগ ইন করার চেষ্টা চলছে। আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। 

Enable Two-Step Verification ব্যবহার করুন

WhatsApp এর মধ্যে সর্বপ্রথম আপনি আপনার Menu অপশনটিতে চলে যান। তারপর সেখান থেকে Settings অপশনটি সিলেক্ট করুন। এরপর Account অপশনটি সিলেক্ট করে নিন। তার মধ্যে Two-Step verification অপশনটি Enable করে দিন। 

এবার আপনি সেখানে আপনার পছন্দমত 6 ডিজিটের একটি পিন সেট করে দিন। যার ফলে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ এক্সেস করতে পারবেনা। 

আপনি চাইলে এরই সাথে আপনার Email যুক্ত করতে পারেন যার ফলে ভবিষ্যতে আপনি আপনার পিন ভুলে গেলে আপনার Email এর মাধ্যমে পুনরায় পিন সেট করতে পারবেন। কোনোরকম অসুবিধা হবে না তখন আপনার। 

প্রয়োজনে Cloud Backup Disable করে রাখুন

আপনি আপনার Whatsapp টি ওপেন করে নিন। তারপর Menu অপশনে চলে যান। তারপর সেখান থেকে settings অপশনটি সিলেক্ট করে নিন। এরপর chat অপশনটি সিলেক্ট করে নিয়ে chat Backup অপশনটিতে টাচ করুন। সেখান থেকে Backup to Google Drive এ টাচ করুন। সেটি Never করে দিন। কারণ WhatsApp-এর এই Cloud Backup এখনও পর্যন্ত end-to-end encrypted নয়। তবে খুব শীঘ্রই এই সুবিধা নিয়ে আসতে চলেছে তারা।

এর ফলে আপনার ব্যক্তিগত চ্যাট কেউ দেখার সুযোগ পাবে না। কিন্তু মনে রাখবেন, আপনার যদি চ্যাট ব্যাকআপ করে রাখার প্রয়োজন হয়। তাহলে এটি করলে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। 

Fingerprint Lock Enable করুন ও WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখুন

আপনারা স্মার্টফোনটির যদি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম সুবিধা থাকে। তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে এই সুবিধাটি ব্যবহার করুন। এতে আপনার হোয়াটস্যাপ অনেকটাই সুরক্ষিত থাকবে।

জানেন কি : এগুলি কখনই গুগল সার্চ করবেন না, এই ধরনের Google Search আপনাকে বিপদে ফেলতে পারে

প্রথমে আপনি আপনার Settings এ চলে যান। সেখান থেকে Account এ চলে যান। এরপর privacy সিলেক্ট করুন। একদম নিচের দেখে দেখুন এই সুবিধাটি উপলব্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন এখানে

এছাড়াও অচেনা সমস্ত গ্রুপ থেকে নিজেকে যুক্ত হওয়া থেকে বিরত রাখুন। এরই সাথে আপনার privacy settings এ সমস্ত অপশনগুলো প্রয়োজন অনুযায়ী Nobody বা Contacts Only করে দিন। 

এই সমস্ত পদ্ধতি গুলি মেনে চললে আপনার Whatsapp একাউন্ট নিঃসন্দেহে সুরক্ষিত থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ফিচার গুলি WhatsApp-এর মধ্যেই রয়েছে। তাই ব্যবহার করুন। আর আপনার WhatsApp একাউন্টকে আরও সিকিউর করে রাখুন। আর বিপদ থেকে বাঁচুন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।