Flipkart নিয়ে এল Oppo Fantastic Days Sale সেল, দেখেনিন কোন কোন প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট

India তে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এর ব্যবহার জনসাধারণের কাছে বেশ ব্যাপক ভাবে লক্ষ্য করা যায়। একের পর এক অসাধারণ সমস্ত সেল Flipkart সকলের উদ্দেশ্যে নিয়েও আসছে। ইতিমধ্যেই আরও একবার Flipkart এ শুরু হয়ে গেছে Oppo Fantastic Days Sale। এটি একটি অসাধারণ সেল যেখানে আপনি Oppo বিভিন্ন স্মার্টফোন, Earbuds, Headphone, Watch এর উপর পেয়ে যাবেন অসাধারণ ডিসকাউন্ট। চলুন দেখে নেওয়া যাক কোন কোন Oppo প্রোডাক্ট এর উপর রয়েছে এই অসাধারণ ডিসকাউন্ট!

কোন কোন Oppo প্রোডাক্ট এর উপর রয়েছে এই অসাধারণ ডিসকাউন্ট?

Oppo A53

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.5-inch HD+Display। এই স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 SoC। স্মার্টফোনটিতে (13MP+2MP+2MP) ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। একই সাথে পাবেন 16MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি। (6GB+128GB) সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 27 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 12,990 টাকা। এরই সাথে ICICI bank এর ক্রেডিট কার্ডে আপনি 10 শতাংশ পর্যন্ত পেতে পারেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও থাকছে YES Bank ক্রেডিট কার্ড এবং Axis Bank ক্রেডিট কার্ডের ওপর আকর্ষণীয় ছাড়।

Oppo F17 pro

স্মার্টফোনটিতে থাকছে 6.43-inch Full HD+Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন মিডিয়াটেক হেলিও P95 প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে।(48MP+8MP+2MP+2MP) কোয়াড ক্যামেরা সেটআপ। একই সাথে পাবেন ডুয়েল (16MP+2MP) সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4015mAh এর অসাধারণ ব্যাটারি। (8GB+128GB) সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 23 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 19,990 টাকা। এরই সাথে ICICI bank এর ক্রেডিট কার্ডে আপনি 10 শতাংশ পর্যন্ত পেতে পারেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও থাকছে YES Bank ক্রেডিট কার্ড এবং Axis Bank ক্রেডিট কার্ডের ওপর আকর্ষণীয় ছাড়।

Oppo A12

স্মার্টফোনটিতে থাকছে 6.22-inch HD+Display। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে (13MP+2MP) ডুয়েল ক্যামেরা সেটআপ। একই সাথে পাবেন 5 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4230mAh এর অসাধারণ ব্যাটারি। (4GB+64GB) সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 29 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 8,990 টাকা।  এছাড়াও থাকছে YES Bank ক্রেডিট কার্ড এবং Axis Bank ক্রেডিট কার্ডের ওপর থাকছে 7% & 5% ছাড়।

জেনে নিন : Cyclone Yaas কে Track করুন আপনার স্মার্টফোন থেকেই, জেনেনিন কিভাবে করবেন

Oppo Enco W11 Bluetooth headset

Ip55 ওপর নির্ভর করে এই ব্লুটুথ হেডসেট তৈরি করা হয়েছে। এটিতে আপনি পেয়ে যাবেন 5.0 ব্লুটুথ ভার্শন। এটিতে আপনি 10 মিটার পর্যন্ত ওয়ারলেস রেঞ্জ উপভোগ করতে পারবেন। এটি 

চার্জ হতে সময় লাগে 2 ঘণ্টা এবং 20 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের প্রদান করে। একইসাথে এটিতে আপনি পেয়ে যাবেন গুগোল অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা। এটির মূল্য 3,999 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন1,799 টাকায়।

Oppo Watch 46 mm wifi Smart watch

এটিতে থাকছে Dual curved Edge AMOLED screen। এটির মাত্র 15 মিনিট চার্জে আপনি 2 সপ্তা এটি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও এতে থাকছে ফিটনেস সুবিধা। 50 m পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্ট ডেপথ এর সুবিধা পাবেন। বর্তমানে এটি আপনি পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট অর্থাৎ আপনাকে এটির জন্য দিতে হবে 19,990 টাকা। এছাড়াও থাকছে YES Bank ক্রেডিট কার্ড এবং Axis Bank ক্রেডিট কার্ডের ওপর আকর্ষণীয় ছাড়।

ফ্লিপকার্টের এই সেলটি এক কথায় অসাধারণ। 22-25 May পর্যন্ত এই অফারটি চলবে। তাই অতি শীঘ্র এমন দুর্দান্ত অফার উপভোগ করতে ভুলবেন না।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।