ধেয়ে আসছে সাইক্লোন যশ(Cyclone Yaas)। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সচেতন করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোন থেকেই এবার আপনি এই সাইক্লোন যশ(Cyclone Yaas) কে ট্র্যাক(Track) করতে পারবেন! দেখতে পারবেন সেটার বর্তমান অবস্থান এবং এর সম্ভাব্য গতিপথ জেনে নিতে পারবেন খুব সহজেই।
কিভাবে Cyclone Yaas এর বর্তমান অবস্থান দেখতে পারবেন?
Cyclone Yaas এর লেটেস্ট লোকেশন দেখার জন্য আমরা একটা সার্ভিসের সাহায্য নেব। সম্পূর্ণ বিনামূল্যে এই সার্ভিসটিকে ব্যবহার করতে পারবো আমরা। এর নাম উইন্ডি(Windy)। এটাকে অ্যাক্সিস করার জন্য আপনার স্মার্টফোনে গিয়ে গুগল করুন Windy। তাহলেই গুগল সার্চে প্রথমেই এর ওয়েবসাইট দেখিয়ে দেওয়া হবে। সেটাতে এন্টার করুন। অথবা আপনার স্মার্টফোনের ব্রাউজার ওপেন করে নিন। আর সরাসরি টাইপ করুন windy.com।
তারপরই যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটে অটোমেটিক আপনার লোকেশন ট্র্যাক করে নিয়ে দেখিয়ে দেওয়া হবে সে এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড়। তার একদম নিচে একটি প্লে(Play) আইকন রয়েছে। এই প্লে আইকনটিতে ক্লিক করে আপনি সেই ঝড়ের সম্ভাব্য গতিপথ দেখে নিতে পারবেন। দেখিয়ে দেওয়া হবে বিভিন্ন ডেট এবং সময় অনুযায়ী তার অবস্থানও।
জেনে নিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন
এছাড়াও তাদের Application রয়েছে। Android ও iOS দুই প্লাটফর্মের জন্যই এই App এভেলেবেল রয়েছে। Application এর মধ্যেও এর সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন।
ঠিক এক বছর আগেই এসেছিল ঘূর্ণিঝড় আম্ফান। তার তাণ্ডবে চারিদিক লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতেও এই প্লাটফর্ম মানুষকে সচেতন করতে সাহায্য করেছিল। অবশ্যই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে কোন মুহূর্তে আপনি ঘূর্ণিঝড় যশ এর লোকেশন বা সম্ভাব্য গতিপথ দেখে নিতে পারবেন। আর সচেতন হয়ে সাবধান থাকতে পারবেন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।