আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন

easily check if someone is accessing your whatsapp account

হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এখন অতি প্রয়োজনীয় এক মেসেজিং প্লাটফর্ম হয়ে গেছে। আমরা প্রত্যেকেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। যদিও হোয়াটসঅ্যাপে এখনও multi-device ইউসেজ সাপোর্ট করে না। তবে নানান থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার করে অনেকেই WhatsApp Web এর QR Code কে কপি করে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন।

অনেক থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার করে ওই কাজটি সহজেই করে নেওয়া যায়। তাই মাঝে মাঝে চেক করে দেখা দরকার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ একসেস করছেন কিনা। চলুন আজকে আপনাকে বলে দেবো কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছেন কিনা।

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ একসেস করছেন কিনা কিভাবে চেক করবেন? 

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা চেক করার জন্য আপনাকে অন্য কোন এপ্লিকেশন বা সার্ভিস ব্যবহার করতে হবে না। হোয়াটসঅ্যাপ এর মধ্যেই এই সুবিধা উপলব্ধ রয়েছে। এবং আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

এই চেক করার জন্য প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডান দিকে উপরে কোনে থ্রি ডট মেনু রয়েছে দেখুন। তার উপর ক্লিক করুন। তারপর সেখানে যে অপশন গুলো আপনি দেখতে পাবেন তার মধ্যে WhatsApp Web অপশন রয়েছে দেখুন। এই WhatsApp Web অপশনে ক্লিক করবেন। সেখানে Link a Device অপশন পাবেন।

হোয়াটসঅ্যাপের কিছু লেটেস্ট আপডেট এর ক্ষেত্রে এই অপশন খুঁজে পেতে প্রথমে থ্রিডটস মেনুতে যান এবং তারপর লিংকড ডিভাইস (Linked Device)-এর মধ্যে পেয়ে যাবেন। 

তার মধ্যে গিয়ে নিচের দিকে লিঙ্ক ডিভাইস স্ট্যাটাসের (Device Status) মধ্যে যদি কোন ডিভাইস দেখায় বা কোন ব্রাউজার দেখায় তাহলে আপনার হোয়াটস্যাপ একাউন্ট অন্য ডিভাইস থেকে ব্যবহার করা হচ্ছে। বা অন্য কোন ডিভাইসে আপনার হোয়াটস্যাপ একাউন্ট সাইন ইন করা রয়েছে কিনা। কবে সেই একাউন্ট অ্যাক্টিভ ছিল সেটাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে সেই জায়গাতেই।

জানেন কি : এইভাবে করা হচ্ছে WhatsApp একাউন্ট Hack, অবশ্যই জেনেনিন কিভাবে সাবধান থাকবেন

সেখানে যদি আপনি দেখেন অন্য কোন ডিভাইস দেখানো হচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেসের অন্য কোন টাইমিং দেখানো হচ্ছে। তাহলে সেই ব্রাউজার এর ওপর ক্লিক করে আপনি সরাসরি সেখান থেকে লগআউট করে ফেলতে পারবেন। ফলে আপনার অ্যাকাউন্ট যদি কেউ অ্যাক্সেস করেও নেয় তাহলেও আপনি এখান থেকেই লগ আউট করে দিতে পারবেন।

এমন পরিস্থিতি এড়ানোর জন্য কি সাবধানতা অবলম্বন করতে পারেন?

হোয়াটসঅ্যাপ নিঃসন্দেহে এখন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তাই এর সিকিউরিটির বিষয়ে আপনাকে সাবধান থাকতেই হবে। এবং সাবধান থাকার জন্য কতগুলো নিয়ম রয়েছে।

জানেন কি : অনলাইনে শপিং করলে এই বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন ঠকে যাওয়া থেকে বাঁচুন

প্রথমত আপনার স্মার্টফোন অন্য কারোর হাতে দেবেন না। খুব সহজেই WhatsApp Web এর QR Code স্ক্যান করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে একসেস করা যায় হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে। তাই খুব সচেতন থাকুন। মাঝে মাঝে এই ভাবে চেক করুন।

এছাড়াও হোয়াটসঅ্যাপের কিছু সিকিউরিটি ফিচারস রয়েছে। এই সিকিউরিটি ফিচারস গুলো অবশ্যই আপনার স্মার্টফোনে মেনে চলুন। এই সমস্ত সচেতনতা গুলি আপনি যদি অবলম্বন করেন তাহলে অন্য কেউ আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।

1 COMMENT

Comments are closed.