কিভাবে আপনার UPI আইডি সুরক্ষিত রাখবেন? এই বিশেষ বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন

বর্তমানে অনেক অসাধু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থের জন্য ইন্টারনেটে তাদের জাল বিছিয়ে রেখেছে। UPI ও এর ব্যতিক্রম নয়। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এই ধরনের সমস্যা থেকে বাঁচা যায়। 

কিভাবে UPI সিকিউর রাখবেন? 

UPI App কখনই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না।  শুধুমাত্র অফিশিয়াল UPI Apps ব্যবহার করুন। যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে অফিশিয়ালি Google Play Store থেকে UPI অ্যাপস ডাউনলোড করুন। অথবা আপনি যদি একজন iOS ইউজার হন তাহলে App Store থেকে এটিকে ইন্সটল করুন।

UPI ব্যবহার করার সময় আমরা অনেকেই কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেই সমস্যা থেকে সম্প্রতি বেরিয়ে আসার জন্য আমরা গুগলে UPI Customar Care Number সার্চ করে থাকি। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। গুগোলে আপনি UPI কাস্টমার কেয়ার নাম্বার সার্চ করলে আপনাকে বিপথে চালনা করা হতে পারে। সেখানে খুব সহজেই ফেক নাম্বার সেই UPI এর কাস্টমার কেয়ারের নাম্বার বলে Rank করিয়ে দেওয়া যায়। পরে না জেনে সেই নাম্বারে কল করলে আপনার সমস্ত টাকা নিমেষে হাতিয়ে নিতে পারে।

নিজের সুরক্ষার স্বার্থে আপনার UPI পিন কখনোই অন্যের সাথে শেয়ার করবেন না। সে আপনার যতই প্রিয়জন বা আত্মীয় স্বজন হোক না কেন! মনে রাখবেন আপনার সুরক্ষা একমাত্র আপনারই হাতে।

জেনে নিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

UPI ব্যাবহারের ক্ষেত্রে একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আপনার স্মার্টফোনে যেন কোন প্রকারের অপ্রয়োজনীয় থার্ড পার্টি অ্যাপ না থাকে। যদি থেকে থাকে তাহলে অতিসত্বর সেগুলো আপনার স্মার্টফোন থেকে আনইন্সটল করে দিন। বর্তমানে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে হ্যাকাররা আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য অনায়াসেই চুরি করে নিতে পারে। যার ফলে আপনাকে পরবর্তীকালে অনেক সমস্যাই পরতে হতে পারে। এর ফলে সমস্যায় পড়তে হতে পারে আপনার UPI বিষয়েও। 

টাকা-পয়সা লেনদেন করার ক্ষেত্রে সব সময় আগে দেখে নেবেন আপনাকে টাকা পাঠানো হয়েছে নাকি Payment Request করা হয়েছে! অনেক সময় আমাদের কাছে Payment Request এসে থাকে। যেটাকে আমরা নিজেদের বোঝার ভুলে “YES” করে ফেলি। আপনি যদি নিজের অজান্তে এটিকে YES করে বসেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা নিমেষে ট্রান্সফার হয়ে যাবে।

রিমোট স্ক্রীন মিরর টুলস ডাউনলোড থেকে বিরত থাকুন। হ্যাকারদের তরফ থেকে আপনাকে বলা হবে এই সমস্ত ফালতু অ্যাপ ইন্সটল করার জন্য। আপনি যদি একবার এটিকে ইনস্টল করে নেন তাহলে আপনার ফোনের যাবতীয় কিছু হ্যাকাররা এক্সেস করে নেবে অতি সহজে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।