Realme ঘোষণা করল তাদের নতুন এক সাব-ব্র্যান্ড, নাম D, থাকবে ইন্টারেস্টিং সব প্রোডাক্ট

realme announced its sub brand d will focus on artificial intelligence of things product

সদ্য সদ্য Realme ঘোষণা করল করল তাদের নতুন এক সাব-ব্যান্ডের আগমন সম্পর্কে। আর সেটার নামও খুব ইন্টারেস্টিং। তারা এর নাম দিচ্ছেন D। বেসিক্যালি এই সাব-ব্যান্ডের মধ্য দিয়ে তারা বিভিন্ন রকমের Artificial Intelligence of Things (AIoT) প্রোডাক্ট লঞ্চ করবে। যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের স্মার্টহোম ডিভাইস। শুধুমাত্র তাই নয়। এর সাথে কাস্টমারদের জন্য থাকবে আরও নানান আকর্ষণীয় স্মার্ট প্রোডাক্ট। 

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে রিয়েলমি টেক লাইফ এর তরফ থেকে Tweet করা হয়েছে। নামটা একটু অদ্ভুত রকমের হলেও D এর মাধ্যমে রিয়েলমি বোঝাতে চাইছে ডিসকভারি। শুধুমাত্র তাই নয়। ডিজাইন, ডেভেলপমেন্ট এবং তার সাথে ডিফারেন্ট অর্থাৎ অন্যরকম। নিঃসন্দেহে দারুন একটি পদক্ষেপ রিয়েলমির তরফ থেকে। 

জেনে নিন : এবার Android প্লাটফর্মের জন্যও চলে এল Clubhouse, জেনেনিন কিভাবে ব্যবহার করবেন

এখনো পর্যন্ত দেশের বাজারে এই বিষয়ে ঘোষণা হলেও গ্লোবাল মার্কেটে এই মাসেরই 25 তারিখে সাব ব্রান্ডকে অফিসিয়ালি লঞ্চ করবে রিয়েলমি। রিয়েলমির এই সাব-ব্রান্ডের উদ্দেশ্য একটাই- নতুন নতুন এবং ইনোভেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত নানান স্মার্ট ডিভাইস তৈরি করা। যেগুলো তাদের কাস্টমারদের আরও সুবিধা প্রদান করবে। 

নিঃসন্দেহে দারুন একটি পদক্ষেপ রিয়েলমির তরফ থেকে। তবে তারা প্রথমে কোন প্রোডাক্ট লঞ্চ করবে সে বিষয়ে নির্ধারিত ভাবে এখনো কিছু জানায়নি। আর কবেই বা সেই প্রোডাক্ট লঞ্চ হবে সেটাও আমরা জানতে পারিনি। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো এই সাব ব্রান্ডের আন্ডারে তাদের নতুন প্রোডাক্ট দেখার জন্য।