এগুলি কখনই গুগল সার্চ করবেন না, এই ধরনের Google Search আপনাকে বিপদে ফেলতে পারে

never ever search these on google গুগল সার্চ

বর্তমান সময়ে Google আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে চলেছে।  বাড়িতে বসে নিমেষেই আমরা সবকিছু Google Search এর মাধ্যমে জানতে সক্ষম হয়ে যায়। যে কোন অজানা তথ্য এক নিমেষেই আমাদের হাতের মুঠোয় এনে দেয় এই Google তাদের গুগল সার্চ এর মাধ্যমে। 

কিন্তু আপনি কি জানেন এমন কিছু জিনিস যেগুলো Google সার্চ করা একদমই উচিত নয় (never search these on google)। এগুলি সার্চ করার ফলে আপনি প্রতারিত হতে পারেন বা আপনার শাস্তি বা ক্ষতি হতে পারে।

কোনগুলি গুগল সার্চ করা একদমই উচিত নয়? 

Banking সংক্রান্ত যে কোনো কাজ করার ক্ষেত্রে Google এ কোন ভাবেই Bank এর লিংক খুঁজতে যাবেন না। কারণ Google এ অনেক সময় বিভিন্ন ভুয়ো লিংক থাকে। ব্যাংকের মতোই অনেক ফেক ওয়েবসাইট আপনার সামনে চলে আসতে পারে। যেগুলো আপনি ব্যবহার করার ফলে আপনার সমস্ত টাকা হ্যাকারদের হাতে চলে যাবার সম্ভাবনা নিশ্চিত। তাই নির্দিষ্ট আপনার ব্যাংকের নির্দিষ্ট অফিসিয়াল URL ব্যবহার করেই Banking সম্পর্কিত কাজ করুন।

ভুল করেও তাড়াহুড়ো করে শেয়ারবাজার ট্রেডিং এর সুবিধা google এ খুঁজতে যাবেন না। কারণ অনেক সময় Google এ শেয়ার বাজার সংক্রান্ত অনেক ফেক link প্রচার করা হয়। যার ফলে আপনাকে পড়তে হতে পারে চরম বিপদে। তাই যথাসম্ভব সতর্ক থাকুন।

আপনি হয়তো কোন জিনিস কিনেছেন। পরবর্তীকালে সেটি আপনি কোম্পানিকে রিটার্ন করে আপনার টাকা ফেরত পেতে চাইছেন। সে ক্ষেত্রে আপনি সেই কোম্পানির Customer Care Number টি Google সার্চ করবেন না। 

আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যেন কোন ফেক Customer Care নম্বরে যোগাযোগ না করেন বসেন। কারণ Google এ অনেক ফেক নাম্বার দেখা যায়। প্রয়োজনে সেই কোম্পানির অফিসিয়াল ওয়েব সাইটে যান। সেখানে গিয়ে Contact অপশনে যে নাম্বার বা যোগাযোগের মাধ্যম দেওয়া আছে সেগুলি ব্যবহার করুন। কাস্টমার কেয়ার নাম্বার সার্চ করে ভালোভাবে না যাচাই করে কখনোই সেটাতে কল করবেন না। এইভাবে থেকে যাবার উদাহরণ ইন্টারনেটে অনেক। 

জেনে নিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

অনেক সময় আমরা ফ্লিপকার্ট,অ্যামাজন এর বিভিন্ন ডিসকাউন্ট Google সার্চ করে থাকি। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে Google এ অনেক ভুয়ো link থাকে এবং যেগুলো থেকে কেনাকাটা করলে আপনার টাকা বৃথা যাবে। তাই নির্দিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকেই একমাত্র কেনাকাটা করুন। অফ প্রয়োজনে Cash on Delivery কেই প্রেফার করুন। 

অনেক সময় আমরা Google এ Free-Antivirus সার্চ করে থাকি। এক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো Google বেশিরভাগ Link ভুয়ো থাকে। যেগুলো থেকে আপনি Antivirus ডাউনলোড করলে আপনার ডিভাইসে প্রচুর পরিমাণে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা বেড়ে যায়। সাথে সাথে আপনার প্রাইভেসি চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

Google অনেক ফেক অ্যাপস থাকে। তাই ভুল করেও Google সার্চে কোন অ্যাপ খুঁজতে যাবেন না। আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে খুঁজে নিন। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে App ডাউনলোড করা মানেই নিজের বিপদ ডেকে আনা। 

আপনার বা আপনার প্রিয়জনের শরীর অসুস্থ থাকলে কখনোই Google সাহায্য নিয়ে ওষুধ বা চিকিৎসার সন্ধান করতে যাবেন না। কারণ Google এ অনেক সময় বিভিন্ন রোগের নানা ভুয়ো ওষুধ দেওয়া থাকে। আবার কখনও রোগের সিম্পটমস দেখে গুগল থেকে জানা গেছে যে তার থেকেও আরও কোনো ভয়ঙ্কর রোগ হয়েছে। গুগল সার্চ করে এমন অনেকেরই হয়েছে। তাই সময়মত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। গুগলের উপর এই বিষয়ে সার্চ করে বিশ্বাস না করাটাই ভালো। 

আমাদের দেশে শিশুদের ওপর শারীরিক বা মানসিক অত্যাচার আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কখনোই Google এ Child Porn সার্চ করবেন না। এক্ষেত্রে প্রয়োজনে Google আপনাকে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তাই এমন সমস্ত কাজ থেকে বিরত থাকুন। 

বন্দুক, বারুদ বিভিন্ন হাতিয়ার তৈরীর কৌশল কখনোই Google সার্চ করবেন না। এক্ষেত্রেও গুগল আইনের দ্বারা আপনাকে অপরাধী প্রমাণ করতে পারে। যার ফলস্বরূপ আপনার জেল পর্যন্ত হতে পারে।

মনে রাখবেন গুগল কখনই আমাদের ভুল তথ্য পৌঁছে দেয় না। বা দিতে চায়ও না। কিন্তু গুগল এলগরিদম এর সুযোগ নিয়ে এগুলো বিভিন্ন হ্যাকার, অসাধু ব্যক্তিরা অসৎ উপায় অবলম্বন করে Google মাধ্যমে পরিচালিত করে। 

জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী

এটি একটি মার্কিন বহুজাতিক কোম্পানি হলেও 2004 সালের পর এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পেছনে Google এর অবদান অনস্বীকার্য। আর ইন্টারনেটে সিকিউরিটি বলতে কিছুই হয় না। বেশির ভাগ বিষয়ই এখানে কোনো না কোনো ভাবে হ্যাকেবেল। তাই সাবধান থাকুন। আর সচেতন ভাবে ইন্টারনেট ব্যবহার করুন।