পাবজি মোবাইল এর বিকল্প হিসেবে Battlegrounds Mobile India ভারতে লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। এই বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে Krafton। তবে এখনো ঘোষণা করা হয়নি কবে এই গেমটি অফিশিয়ালি লঞ্চ করা হবে। হয়নি কোনো রকম pre-registration করাও।
কিন্তু ইতিমধ্যে অনেক ফেক লিংক ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে এই লিংক গুলোর মাধ্যমে এই ব্যাটেল রয়াল গেমের APK Download করা সম্ভব। এই সমস্ত লিংকগুলোর সবই ফেক। এই লিংকে ক্লিক করলে ইউজারদের সাংঘাতিক রকমের ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। এই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার অত্যধিক জনপ্রিয়তার সুযোগ নিয়ে কিছু অসাধু লোকজন এইভাবে লোক ঠকানোর কাজ করে যাচ্ছে ইন্টারনেটে। সাবধান হয়ে যান। এই ধরনের কোনো লিংকে ক্লিক করবেন না।
এখনো পর্যন্ত Battlegrounds Mobile India সম্পর্কে আমরা কি কি জানতে পারছি?
Battlegrounds Mobile India খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। তবে লঞ্চ ডেট কবে সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত অফিশিয়াল এনাউন্সমেন্ট কিছুই পায়নি। যদিও Krafton এর তরফ থেকে একটা হিন্টস দেওয়া হয়েছে। যেটা থেকে মনে করা হচ্ছে জুন মাসের 10 তারিখে এই গেমটি অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হবে।
অফিশিয়ালি লঞ্চ হওয়ার আগে এই গেমটি pre-registration হবে। আর তার আগে সকলকে অবাক করে দিয়ে Krafton এর তরফ থেকে গেমিং ইউটিউবারদের মেসেজ করা হয়েছে। জানানো হয়েছে এই গেম সম্পর্কে বলতে গিয়ে PUBG Mobile-র প্রসঙ্গ না উপস্থাপন করতে। তারা ভয় পাচ্ছে পাবজির সাথে এই গেমের তুলনা করলে বা সম্পর্ক স্থাপন করলে হয়তো এই গেম কেউ ব্যান করে দেওয়া হতে পারে। ভারত সরকারের তরফ থেকে যেমনটা করা হয়েছিল পাবজি মোবাইলের ক্ষেত্রে।
এই গেমে কেমন ধরনের ম্যাপ থাকবে সেটা নিয়ে আমাদের অনেকেরই চিন্তা রয়েছে। রিসেন্টলি একটি ব্যানার পোস্ট করা হয়েছে Battlegrounds Mobile India এর সোশ্যাল মিডিয়া গুলোতে। যেটাতে আমরা Sanhok ম্যাপের Ban Tai এলাকাকে দেখতে পাচ্ছি। যেটা থেকে মনে করা হচ্ছে Sanhok ম্যাপ ইনিশিয়ালি ইনক্লুডেড থাকবে Battlegrounds Mobile India-র মধ্যে।
পরবর্তীকালে অন্যান্য জনপ্রিয় ম্যাপ গুলোকেও নিয়ে আসা হতে পারে। সব মিলিয়ে সকল পাবজি মোবাইল প্লেয়াররা এখন খুবই এক্সাইটেড ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার আগমন নিয়ে। আর কবে সেই শুভাগমন হয় সেটাই এখন লক্ষণীয়।