ঘোষণা হয়ে গেল Battlegrounds Mobile India-র pre-registration ডেট, জেনেনিন এখুনি

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) কবে আসবে এই নিয়ে আমাদের মধ্যে উত্তেজনার শেষ নেই। আর এই উত্তেজনার মধ্যেই দারুণ এক খবর নিয়ে চলে এলো Battlegrounds Mobile India স্বয়ং। 

Battlegrounds Mobile India-র pre-registration ডেট

তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নতুন গেমের pre-registration শুরু হচ্ছে 18 তারিখ থেকে Google Play Store-এ। May মাসের 18 তারিখ থেকেই। অর্থাৎ মনে করা হচ্ছে Android ইউজারদের জন্যই এই গেমের প্রথম pre-registration শুরু হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তারা তাদের ইউটিউব চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে Battlegrounds Mobile India-র প্রি-রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 18 মে থেকে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে Battlegrounds Mobile India তরফ থেকে একটি ব্লগ পোস্টও করে দেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে Krafton এই Battlegrounds Mobile India-র pre-registration শুরু করছে মে মাসের 18 তারিখ থেকে। সেই সঙ্গে যারা যারা pre-registration করবেন তাদের জন্য স্পেশাল রিওয়ার্ডস অর্থাৎ পুরস্কার এভেলেবেল থাকবে।

জানেন কি : Battlegrounds Mobile India APK Download লিংক, জেনেনিন বিস্তারিত

Krafton-এর তরফ থেকে তাদের ফ্যানদের আরও জানানো হয়েছে এই বিষয়ে সজাগ থাকতে। এবং তার সাথে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে মাস্ক পড়ে সেফটি মেজারস অবলম্বন করতে। দেখে নিন তাদের পোস্ট করা এই ভিডিওটা!

নিঃসন্দেহে Battlegrounds Mobile India ফ্যান দের জন্য এটা একটা দারুন খুশির খবর। এর আগে এই গেমটি অফিশিয়ালি কবে লঞ্চ হবে সেই বিষয়ে হিন্ট দিয়েছিল ক্রাফটন। আর আজ এই খুশির খবর নিয়ে চলে এলো Battlegrounds Mobile India স্বয়ং।যেটা নিঃসন্দেহে এক দারুণ ব্যাপার। এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এই গেমটির জন্য।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।