গত বছর দেশের বাজারে PUBG Mobile কে ব্যান করে দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। তার পর থেকেই একের পর এক গুজব ছড়াতে থাকে। গুজব ছড়াতে থাকে এই গেম ফিরে আসা নিয়ে।
কখনো ভিন্ন নামে বা কখনো নানান অন্য উপায়ে এই গেম ফিরে আসার খবর রটতে থাকে। তবে অবশেষে পাবজি মোবাইল ফিরে আসা নিয়ে আসার বার্তা শোনাচ্ছে সাউথ কোরিয়া বেসড ভিডিও গেম হোল্ডিং কোম্পানি ক্রাফটন (Krafton)।
তারা ঘোষণা করেছে পাবজি মোবাইল শীঘ্রই ফিরে আসতে চলেছে ভারতে। তবে পাবজি মোবাইল নামে নয়। এর নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে Battlegrounds Mobile India। ইতিমধ্যেই তার অফিশিয়াল লোগো তারা রিভিল করে দিয়েছে। আর পাবজি মোবাইল থেকে এই Battlegrounds Mobile India বেশ কিছু পার্থক্য থাকবে।
পাবজি কর্পোরেশনের সাথে এই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার কোনরকম সংযোগ থাকবে না। গেরুয়া, সাদা ও সবুজ রং যুক্ত ভারতের জাতীয় পতাকার রঙে রঙিন লোগো দেখেই ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা। ক্রাফটন জানিয়েছে ভারতীয় প্লেয়ারদের প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে কোনোরকম আপস তারা করবে না। এ বিষয়ে সরকারের দেওয়া যাবতীয় নির্দেশাবলীও তারা পালন করবে।
শুধু মাত্র এখানেই থেমে থাকছে না তারা। বলা হচ্ছে 18 বছরের নিচে যাদের বয়স, তাদের এই গেমটি খেলার জন্য বাবা-মায়ের পারমিশন নিতে হবে। তবে সেটা ঠিক কীভাবে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। Battlegrounds Mobile India শুধুমাত্র ইন্ডিয়া স্পেসিফিক একটি মোবাইল গেম। তবে এই গেমটি কেমন হবে, এর গেমপ্লে এক্সপেরিয়েন্স পাবজি মোবাইল এর তুলনায় আলাদা হবে নাকি একইরকম হবে। সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম আলোকপাত করা হয়নি Krafton এর তরফ থেকে।
তবে ক্রাফটন এখনো পর্যন্ত জানায়নি যে অফিশিয়ালি এই গেমটি কবে লঞ্চ করার হবে। লঞ্চের আগে প্রি-রেজিস্ট্রেশন শুরু করা হবে। আর কবে সেই pre-registration কবে শুরু হবে বা কবে এই Battlegrounds Mobile India গেমটিকে লঞ্চ করা হবে। সে বিষয়ে অফিশিয়াল কোনরকম তথ্য এখনো জানতে পারা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, চীনের সাথে সংযোগ থাকায় ব্যান করে দেওয়া হয়েছিল এই অত্যন্ত জনপ্রিয় মোবাইল গেমটিকে। এই ব্যান সকলের কাছেই ছিল অপ্রত্যাশিত। এরই মধ্যে এসেছিল ভারতের নিজস্ব গেম FAU-G। সমস্ত কিছু নিয়ে অবশ্য আশার আলো দেখছে পাবজি লাভার। বহুদিন পর তারা তাদের প্রিয় গেমকে ফিরে পেতে চলেছে এই আশায় বুক বাঁধছেন অনেকেই।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।