কিভাবে Reliance Jio Tunes সেট করবেন ? রিলায়েন্স জিও হ্যালো টিউন/কলার টোন সেট করার সহজ নিয়ম!

how to set reliance jio hello tune online and offline easily জিও হ্যালো টিউন কলার টোন

ভারতের বাজারে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে Reliance Jio। এখনো পর্যন্ত ভারতের বাজারে সর্বোচ্চ শিখরে টেলিকম সংস্থার দিক থেকে এগিয়ে Reliance Jio। আমাদের প্রিয় আত্মীয়-স্বজন হোক বা বন্ধু-বান্ধব কাউকে ভয়েস কল করার সময় প্রত্যেক সময়েই শুনতে হয় সেই একই বোরিং রিংকল।

Reliance Jio ইউজারদের এই বোরিং রিংকল থেকে সামরিক খুশি করার জন্য দীর্ঘদিন ধরে গ্রাহকদের Jio Tunes/রিলায়েন্স জিও হ্যালো টিউন/কলার টোন এর সুবিধা দিয়ে চলেছে Reliance Jio! আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি Jio Tunes সেট করবেন?

অনলাইনে কিভাবে জিও হ্যালো টিউন/কলার টোন/Jio Tunes সেট করবেন ?

Jio Tunes সেট করার বিভিন্ন প্রসেস রয়েছে। যেখানে আপনি অনলাইন বা অফলাইন দুই ভাবেই আপনার ফোনে Jio Tunes সেট করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি অনলাইনে আপনার  Jio Tunes সেট করবেন?

প্রথমত, আপনি Google Play Store বা App Store থেকে MyJio অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর Jio Tunes অপশনে গিয়ে Useful Links সেকশন সিলেক্ট করুন সেখান থেকে আপনার পছন্দমত Jio Tunes  খুঁজে নিন।

তারপর Set as Jio Tunes অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার কাছে একটি কনফার্মেশন SMS যাবে। এইভাবে MyJio অ্যাপ এর মাধ্যমে  Jio Tunes সেট করে নিতে পারবেন।

জেনে নিন : কিভাবে আপনি আপনার Reliance Jio SIM Block এবং Unblock/Resume করবেন? অবশ্যই জেনেনিন

দ্বিতীয়ত, Jio Saavan অ্যাপের সার্চ অপশনে গিয়ে আপনার পছন্দমত মিউজিকটি সার্চ করে নিন। সেটিকে Set as Jio Tunes করে দিন। এইটুকু করলেই দেখবেন আপনার মোবাইল নম্বরে Jio Tunes/জিও হ্যালো টিউন/কলার টোন সেট হয়ে যাওয়ার পর একটি কনফার্মেশন SMS চলে যাবে।

অফলাইনে কিভাবে রিলায়েন্স জিও হ্যালো টিউন/কলার টোন/Jio Tune সেট করবেন?

প্রথমত, আপনি আপনার মোবাইল থেকে 56789 নাম্বারে JT লিখে SMS করুন, দেখবেন আপনার কাছে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে বিভক্ত কিছু গান পাঠানো হয়েছে। সেগুলির মধ্যে থেকে একটিকে সিলেক্ট করে পাঠিয়ে দিন। এরপর আপনার কাছে সেই গানটি Jio Tunes হিসেবে সেট করার জন্য কনফার্মেশন SMS আসবে। আপনি ‘Y’ লিখে 30 মিনিটের মধ্যে রিপ্লাই পাঠিয়ে দিন। দেখবেন সাথে সাথেই আপনার Jio Tunes  সেট হয়ে গিয়েছে।

দ্বিতীয়ত, আপনি যদি একজন Jio গ্রাহক হোন। এবং ভয়েস কল করার সময় যদি আপনি একজন Jio গ্রাহককেই ভয়েস কল করেন। সেই ব্যক্তির যদি আগে থেকে Jio Tunes সেট করা থাকে। আর আপনার যদি সেই Jio Tunes ভাল লাগে। তাহলে সেই ব্যক্তি ফোন কলটি রিসিভ করার আগে আপনাকে আপনার ফোনে স্টার ( * ) বাটনটি প্রেস করতে হবে।

স্টার বাটনটি প্রেস করার মাত্রই আপনার কাছে একটি কনফার্মেশন SMS চলে আসবে। আপনি 30 মিনিটের মধ্যে সেই মেসেজটি ‘Y’ লিখে রিপ্লাই করে দিন। দেখবেন শীঘ্রই আপনার নম্বরে সেই একই Jio Tunes সেট হয়ে গেছে।

জেনে নিন : Free Fire বা COC যেকোনো গেমের Diamonds কিনে নিন সম্পূর্ণ বিনামূল্যে, জেনেনিন অসাধারণ এই পদ্ধতি সম্পর্কে

উপরে উল্লেখিত এই সমস্ত প্রসেসগুলির যেকোনো একটি আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনি নিঃসন্দেহে  খুব সহজে Jio Tunes সেট করে নিতে পারবেন। এইভাবে এই সকল পদ্ধতি অবলম্বন করে আপনি Jio Tunes সেট করতে পসর্বেন। তবে অবশ্যই খেয়াল রাখুন Reliance Jio থেকে আগের মতো এখন আর বিনামূল্যে Unlimited Jio Tunes কেটে করতে দেওয়া হয়না। তার জন্য আপনাকে Jio Saavan এর Pro ভার্সন ব্যবহার করতে হবে। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।