ডেস্কটপে অত্যধিক google.com ব্যবহার করেন? দেখেনিন গুগলের এই ছোট্ট একটি শর্টকাট আপডেট

google adds new keyboard shortcut for desktop users

তাদের Desktop ইউজারদের জন্য Google নতুন এক শর্টকাট আপডেট নিয়ে চলে এসেছে। যার সাহায্যে খুব সহজেই আপনি ডেক্সটপে সার্চ করা কালীন ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে একটা বাটন প্রেস করার মাধ্যমেই সার্চ কোয়ারি তে চলে যেতে পারবেন। শুধুমাত্র তাই নয়। সেখানে গিয়ে সরাসরি এডিট হয়ে আপনি লিখতে শুরু করে দিতে পারবেন আপনার সার্চ কোয়ারির পাশে অন্য কিছু। 

অর্থাৎ আপনি সরাসরি এক্সিস্টিং Search Query-র পাশে কোন কিছু টাইপ করতে পারবেন। ওই একটা বাটন প্রেস করার মধ্যে দিয়েই। 

কিভাবে কাজ করে এই নতুন আপডেট?

ডেস্কটপে google.com খুলে যখন আপনি কোন কিছু সার্চ করেছেন। এমন পরিস্থিতিতে আপনি যদি ‘/’ (অব্লিক বা ফরওয়ার্ড স্লাশ) প্রেস করেন। তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেই সার্চ ফিল্ডে চলে যাবেন। এবং ওখানে গিয়ে কোন কিছু টাইপ করতে পারবেন।

আলাদা করে মাউসের পয়েন্টারটা নিয়ে গিয়ে সেই সার্চ ফিল্ড এ ক্লিক করতে হবে না। তারপর পুনরায় আপনার সার্চ ফিল্ডে সার্চ কোয়ারির পাশে কোন কিছু টাইপ করতে পারবেন এমন হবে না এক্ষেত্রে।

শুধুমাত্র / বাটন টিপেই আপনি এই কাজটি করতে পারবেন। নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং এই নতুন  ফিচারটি। এই নতুন আপডেট খুব ম্যাসিভ নয়। তবুও এই ছোট্ট একটি আপডেট আমাদের খুব দ্রুত যেকোনো কাজ পারফর্ম করতে সাহায্য করবে। 

জেনে নিন : রমজান মাস উপলক্ষে WhatsApp নিয়ে এল নতুন স্টিকার্স, জেনেনিন কিভাবে ব্যবহার করবেন

আপনি যদি অত্যধিক রকম ভাবে ডেস্কটপে google.com ব্যবহার করেন। তাহলে এক্ষুনি এই নতুন আপডেট ট্রাই করে দেখুন। আপনার ভালো লাগবেই। আর কিছুটা হলেও এটি আপনাকে সুবিধা প্রদান করবে। তবে অবশ্যই মনে রাখুন, এই নতুন ফিচার মোবাইল ভার্সনের জন্য কার্যকরী নয়। শুধুমাত্র ডেস্কটপে google.com এর জন্যই প্রযোজ্য। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।