বর্তমানে বিশ্বের বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে ফ্রি ফায়ার (Free Fire) মোবাইল গেমটি। গেমারদের কাছে এই গেমটি তাদের পরিবারের সদস্য হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এই গেমের একজন চরম ভক্ত হয়ে থাকেন তাহলে আজকে আর্টিকেলটি আপনার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে।
এই গেমটির সম্বন্ধে অনেক বিস্তারিত তথ্য রয়েছে যেগুলো আপনার অবশ্যই জানা উচিত, চলুন জেনে নেওয়া যাক ফ্রি ফায়ার গেম সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ তথ্য গুলি!
ফ্রি ফায়ার সম্পর্কে হতবাক করা তথ্য-
ফ্রি ফায়ার (Free Fire) মোবাইল গেমটি সর্বপ্রথম ভিয়েতনামের গেম ডেভেলপিং স্টুডিও 111 Dots ডেভলপ করে। পরবর্তীকালে এই গেমটি সিঙ্গাপুরে অবস্থিত Garena সংস্থা রিলিজ করে। এর যাবতীয় খরচ দায়ভার বহন করে তারাই।
শুনলে হতবাক হতে হয়। 2020 সালের আগস্ট মাসের পরিসংখ্যান অনুযায়ী এই গেমের প্রতিদিনের অ্যাক্টিভ ইউজার 100 মিলিয়নের বেশি। এরই সাথে Google Play Store & App Store এই গেমটি 2019 সালের সব থেকে বেশি ডাউনলোড হওয়া একটি মোবাইল গেম।
আমরা সকলেই জানি 2017 সালের 23 মার্চ PUBG মোবাইল গেমটি লঞ্চ করা হয়েছিল। একই ভাবে ঠিক প্রায় তার ছয় মাস পর 2017 সালের 30 সেপ্টেম্বর তা সর্বসাধারণের জন্য লঞ্চ করা হয়।
তবে Free Fire এর Beta Version ওপেন করা হয় 2017 সালের আগস্ট মাসের 23 তারিখ। সেই দিনটিকেই ফ্রী ফায়ারের অফিশিয়াল বার্থডে হিসাবে গন্য করা হয়।
এই অসাধারণ ফ্রি ফায়ার গেমটি সকলের সামনে তুলে ধরার পেছনে লুকিয়ে রয়েছেন Gerena সংস্থার Forrest Li নামে এক ব্যক্তি। যিনি এই গেমটি নির্মাণের ক্ষেত্রে ব্যাপকভাবে পারদর্শীকতা দেখিয়েছেন।
2020 সালের নভেম্বর মাসের পাওয়া খবর অনুযায়ী ফ্রি ফায়ার গ্লোবালি 1 বিলিয়নের বেশি ডলার্স উপার্জন করেছে যা নিঃসন্দেহে একটি দারুন এচিভমেন্ট।
একের পর এক বিভিন্ন দেশে এই গেমটি উচ্চপর্যায়ে জনপ্রিয়তা লাভ করে চলেছে। তারই মধ্যে সর্বশিখরে রয়েছে ব্রাজিল এবং রাশিয়া।
আপনি শুনলে অবাক হবেন ব্রাজিলের বিভিন্ন প্রফেশনাল ফুটবল অর্গানাইজেশন এই গেমটি জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে ফ্রি ফায়ার গেমের Esports এ যুক্ত হয়ে চলেছে। একই সাথে India, Indonesia,Vietnam, Thailand, Mexico, Japan প্রভৃতি দেশে এই গেমের জনপ্রিয়তা রয়েছে অত্যধিক রকমের বেশি।
জেনে নিন : ফিটনেস ব্যান্ড নিতে চাইছেন? দেখেনিন অল্প দামে বেস্ট ফিটনেস ব্যান্ডের হদিস
Free Fire গেমটিতে এত উচ্চ পর্যায়ে অর্থ বরাদ্দ করা হয় যে সম্প্রতিকালে সারাদেশব্যাপী একটি টুর্নামেন্ট কম্পিটিশনে Thailand প্রথম স্থান দখল করে। তারা পুরস্কারস্বরূপ জিতে নেয় 507 হাজার ডলার। একইভাবে 262 হাজার ডলার অর্থ জিতে নিয়ে দ্বিতীয় স্থান দখল করে Brazil।
এই গেমের Classic ম্যাপের একটি অসাধারণ জনপ্রিয় জায়গা হল Peak। যেটি Free Fire এর মৃত্যুঘর নামে পরিচিত। আপনি কি জানেন প্রতিদিন 50 মিলিয়ন অ্যাক্টিভ প্লেয়ার এই জায়গাটিতে পরিদর্শন করে! তারা সেখানে একে অপরের সাথে ফাইট করে ও গেমের আনন্দ উপভোগ করে।
এই গেমটির World Series এর ইউটিউবে Live Stream এ 270 million বেশি Views এসেছিল। এরই সাথে 2019 সালে অনুষ্ঠিত Free Fire Pro League Brazil এ ইউটিউবে 13 million views এসেছিল। যা এক অন্য রকম রেকর্ড তৈরি করে। গেমের তুমুল জনপ্রিয়তারই পরিচায়ক এটি।
এছাড়াও ফ্রী ফায়ার এ ব্যবহৃত Kalahari ম্যাপটি আসলে একটি বাস্তব স্থান। বাস্তবেও এর অস্তিত্ব রয়েছে। এটি আফ্রিকার কালাহারি মরুভূমি। এরই সাথে এই মাপের 13 টি লোকেশান বিভিন্ন দেশের বাস্তব লোকেশন এর ওপর সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে।
এই গেমেতে ব্যবহৃত বিভিন্ন ক্যারেক্টার গুলি বাস্তবের সাথে কিছুটা সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। যদিও গেমারদের মন জয়ের ক্ষেত্রে অনেকটাই এক্সট্রা পারফরম্যান্স যুক্ত করা হয়েছে সেগুলির সাথে।
জেনে নিন : কিভাবে জিও ফোনে ফ্রি ফায়ার খেলব?
প্লে স্টোরে রেটিং অনুযায়ী বোঝা যায় এই গেমের জনপ্রিয়তা কতটুকু। এই আর্টিকেলটা লেখার সময় এই গেমটির প্লে-স্টোরে 4.3 রেটিং রয়েছে যা নিঃসন্দেহে ভালো রেটিং। আপনি যদি এই গেমটি উপভোগ করতে চান তাহলে এখনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে উপভোগ করুন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।