ব্যান হয়ে যেতে পারে Battlegrounds Mobile India , এক MLA-র চিঠিতে হতে পারে স্বপ্ন ভঙ্গ

arunachal mla writes letter to prime minister narendra modi requesting immediate ban on battlegrounds mobile india

ইতিমধ্যেই ভারতে Battlegrounds Mobile India pre-registration শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে অফিসিয়ালি লঞ্চ হতেও আর বেশি দিন বাকি নেই। কিন্তু তারই মধ্যে এক খারাপ খবর চলে এসেছে। মনে করা হচ্ছে হয়তো ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া আর ভারতে লঞ্চ সম্ভব হবে না। 

পাবজি মোবাইল ব্যান্ড হয়ে যাওয়ার পর ভারতে নতুন করে লঞ্চ করা হচ্ছে Battlegrounds Mobile India। বলা হয়েছিল চীনের সাথে সমস্ত সংযোগ ছিন্ন করে এসেছে এই গেম। ইতিমধ্যে এই গেম নিয়ে সকল গেম লাভারদের মধ্যে উত্তেজনা অত্যধিক রকমের বেশি।

কিন্তু সদ্য সদ্য অরুণাচল প্রদেশের এক MLA যার নাম নিনং এরিং। তিনি এই বিষয় নিয়ে প্রাইম মিনিস্টার কে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি দাবি করেছেন এই গেমটিকে ভারতে যেন লঞ্চ হতে না দেওয়া হয়। শুধু তাই নয় তিনি তার সাথে এটাও জানিয়েছেন Battlegrounds Mobile India আসলে পাবজি মোবাইল। ঘুরপথে তারা চেষ্টা করছে ভারতে এই গেম কে অন্য নামে লঞ্চ করে দেওয়ার। যেটা ভারতীয় আইনকেই ফাঁকি দিয়ে ফায়দা লোটার চেষ্টা। এটাকে চীনের একপ্রকার ধোকা বলেও দাবি জানাচ্ছেন তিনি। 

শুধুমাত্র এটাই নয়। তিনি এটাও দাবি করতে ভোলেননি যে ভারতীয় সিকিউরিটি এবং প্রাইভেসির ওপর এটা একটা বড় থ্রেট। তিনি জানিয়েছেন গুগল প্লে স্টোরের এই গেমের pre-registration লিংকে রয়েছে পাবজি মোবাইলের উল্লেখ। সমস্ত কিছু মিলিয়ে তিনি এই গেমকে লঞ্চ না করতে দেওয়ার অনুরোধ করেছেন। আর তার এই চিঠি সোশ্যাল মিডিয়া তিনি পাবলিশ করেছেন। আর এটি পাবলিশ হতেই শুরু হয়ে গেছে বিতর্ক। একদল তাকে সাপোর্ট করলেও অন্যদল মানতে নারাজ তার দাবি। দেখেনিন তার করা চিঠি-

প্রসঙ্গত উল্লেখ্য, পাবজি মোবাইল কে গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের সাথে সংযোগ থাকার দায়ে ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল। বিশেষত চীনা কোম্পানি টেনসেন্টের জন্যই এই গেম কে ব্যান হতে হয়েছিল। পরবর্তীকালে এই গেম ফিরিয়ে আনার অনেক রকম চেষ্টা PUBG Mobile করলেও তারা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। অবশেষে সাউথ কোরিয়ান বেসড একটি গেম ডেভলপার কোম্পানী ক্রাফটন পাবজি মোবাইল এর মতই এই ব্যাটেল Battlegrounds Mobile India-কে ভারতে লঞ্চ করতে চলেছে।  

বারবার তাদের তরফ থেকে জানানো হয় এই গেম সম্পূর্ণ রকম ভাবে পাবজি মোবাইলের সাথে সংযোগহীন। পাবজি মোবাইলের অল্টারনেট এই গেম সেটাও মানতে তারা নারাজ। তাদের তরফ থেকে এই বিষয়ে গেমিং ইউটিউবারদের বিশেষ মেসেজও পাঠানো হয়। অনুরোধ করা হয় এই গেমকে পাবজি মোবাইলের সাথে তুলনা না করতে। 

জেনে নিন : Redmi Note10S এর সাথে লঞ্চ হল Redmi ব্রান্ডের প্রথম স্মার্টওয়াচ Redmi Watch, দেখেনিন এর স্পেসিফিকেশনস, দাম ও সেল ডেট

তারপরই এই গেমে pre-registration শুরু হয়ে যায়। মনে করা হচ্ছিল খুব শীঘ্রই এই গেম লঞ্চ হতে চলেছে দেশের বাজারে। ক্রাফটন বারবার দাবি জানিয়েছে চিনা কম্পানি টেনসেন্টের সাথে এখন এই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার কোনরকম সংযোগ নেই। ভারতের গেমারদের সিকিউরিটি সংক্রান্ত যাতে কোনরকম সমস্যা না হয় সেই বিষয়েও সমস্ত রকম আটঘাট বেঁধেই এই গেম ফিরিয়ে আনার চেষ্টা করছিল তারা।

সাথে 18 বছরের নিচে যে সমস্ত গেমাররা এই গেম খেলবেন তাদের জন্য আলাদা রকম নিয়ম থাকছিল। তাদের নিতে হতো বাবা-মায়ের পার্মিশন। ব্যবহার করতে বাবা-মায়ের মোবাইল নাম্বার। এই ধরনের এক ঝাঁক নতুন নিয়ম নিয়ে এসে Battlegrounds Mobile India ভারতের লঞ্চ হওয়ার জন্য একদম প্রস্তুত হয়েই ছিল। এই পরিস্থিতিতে সেই প্রস্তুতিতে জল ঢেলে দিল তার এই চিঠি। 

যদিও সরকারের তরফ থেকে এর কোন উত্তর এখনো দেওয়া হয়নি। তবে এতদিন পর্যন্ত যেটা নিয়ে গেমাররা নিশ্চিত ছিল। সেই নিশ্চিন্ত ভাবটা এখন আর থাকছে না তাদের মনে।