দেখে নিন Airtel, Jio এবং Vi এর 149 টাকার প্রিপেড প্ল্যানে কি কি সুবিধা রয়েছে? কে দিচ্ছে বেশি বেনিফিট?

rs 149 prepaid plans of airtel vi and reliance jio compared

Airtel, Vi ও Reliance Jio ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে রীতিমতো কম্পিটিশন শুরু করে দিয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা দেখে নেবো তাদের 149 টাকাযর প্রিপেইড প্ল্যান গুলিতে কি কি বেনিফিট পাওয়া যায়। আর কোন কোম্পানি ভালো বেনিফিট দিচ্ছে। 

Airtel-এর 149 টাকার প্রিপেইড প্ল্যান             

প্রিপেইড কাস্টমারদের জন্য আজকে দেখে নেওয়া যাক এয়ারটেলের 149 টাকার প্যাকটিকে। 149 টাকা রিচার্জে রয়েছে আনলিমিটেড ভয়েস কল। সাথে পাবেন 2 জিবি ইন্টারনেট। মোট 300 টা এসএমএস। একদিনে সর্বাধিক এসএমএস পাঠানো যাবে 100 টি। আর এই প্যাকটির বৈধতা 28 দিন।

Reliance Jio-এর 149 টাকার প্রিপেইড প্ল্যান              

রিলায়েন্স জিও 149 টাকায় প্রিপেইড প্ল্যানে আপনি পেয়ে যাবেন Unlimited Voice Calling এর সুবিধা। পাবেন প্রত্যেকদিন 100 টা করে SMS। তার সাথে আপনার ইন্টারনেটের প্রয়োজন মেটানোর জন্য থাকছে প্রত্যেকদিন 1 জিবি করে Data। সম্পূর্ণ 24 জিবি ইন্টারনেট। এখানেই শেষ নয়, পেয়ে যাবেন জিও অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন। অর্থাৎ এই প্যাক এর সাহায্যে আপনি জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ এইসব অ্যাপ্লিকেশান গুলোর সুবিধা পেয়ে যাবেন। শুধু এগুলিই নয় আরও নানান application যেমন জিও সিকিউরিটি, জিও ক্লাউড অ্যাকসেস করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে 28 দিনের ভ্যালিডিটি এই প্ল্যানে পাবেন না। এই প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন।

জেনে নিন : প্রিপেইড টেলিকম প্ল্যানের সাথে পাবেন Health Insurance, দেখেনিন Vi এর দারুন দুটি Hospicare প্ল্যান সম্পর্কে বিস্তারিত

Vi-এর 149 টাকার প্রিপেইড প্ল্যান             

এবার জেনে নেওয়া যাক Vi এর 149 টাকার প্যাক সম্বন্ধে বিস্তারিতভাবে। 149 টাকা প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল। 300 টা এসএমএস এবং ইন্টারনেট 3GB। অন্যান্য যেসব সুবিধাগুলি রয়েছে দেখে নেওয়া যাক। পেয়ে যাবেন Vi আনলিমিটেড  মুভি অ্যান্ড টিভি বেসিক অ্যাকসেস। সাথে থাকছে লাইভ টিভি, নিউজ, মুভি, অরিজিন্যালস্ Vi এর অ্যাপের মাধ্যমে। এই প্যাকটিরও বৈধতা 28 দিন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।