Battlegrounds Mobile India সম্পর্কে এই অবাক করা তথ্য গুলো জানেন কি? ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অজানা তথ্য!

battlegrounds mobile india unknown facts ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া

আমরা সকলেই জানি PUBG সারা বিশ্ব তথা আমাদের দেশেও ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। ভারত-চিন সীমান্ত সংঘর্ষ মাথাচাড়া দেওয়ার পরই তথ্য লেনদেন, তথ্য ফাঁস ও তথ্য চুরির অভিযোগে ব্যান হয়ে যায় চিনা দেশের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ। সেই সূত্র ধরেই আমাদের দেশে ব্যান হয়েছিল PUBG গেম। 

এই ক্ষেত্রেও তথ্য গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে অভিযোগ ওঠেছিল। তারপর থেকেই PUBG ভারতে ফিরে আসা নিয়ে শুরু হয় নানান জল্পনা। কিন্তু পরবর্তীকালে গেমারদের কথা মাথায় রেখেই ভারতে লঞ্চ হতে চলেছে Battlegrounds Mobile India নামে গেমটি। 

Battlegrounds Mobile India সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক-

প্রথমত বলে রাখা ভাল এই গেমটির সাথে China-র বা চীনের কোনো সংস্থারও কোনরকম যোগাযোগ নেই। এটি সম্পূর্ণ একটি ভারতের জন্য তৈরি করা মোবাইল গেম।

জানা গিয়েছে, এই গেমটি পরিচালনা করবে Microsoft-এর সঙ্গে যুক্ত KRAFTON নামে একটি সংস্থা। এছাড়াও PUBG Mobile গেমের ডেটা হোস্ট করার জন্য Microsoft Azure Cloud কে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাই ভারতীয় প্লেয়ার দের তথ্য চীন দেশে চলে যাবে এমন ভয় থাকছে না। 

এই গেমটিতে আপনার ব্যাক্তিগত তথ্য চুরি হবার কোন ভয় থাকবে না। আপনার তথ্য যথাযথ সুরক্ষিতই থাকবে। ডেটার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ভারত সরকারের দেওয়া সমস্ত শর্ত এই গেম এবং তার ডেভেলাপর Krafton যথাযথ ভাবে মেনে চলছে।

যেহুতু গেমটি Indian player দের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তাই গেমের ক্যারেক্টার গুলিকেও ঠিক সে ভাবেই তৈরি করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। 

Battlegrounds Mobile India-র অফিশিয়াল পেজ সূত্র মারফত বেশ কয়েকটি বিশেষ নিয়ম সম্পর্কে জানা গেছে। জানা যাচ্ছে 18 বছরের কম বয়সী খেলোয়াড়দের সাইন আপ করার সময় তাদের পিতামাতার মোবাইল নম্বর দিতে হবে। শুধুমাত্র তাই নয়। তাদের প্লেটাইমেও সীমাবদ্ধতা থাকবে। কম-বয়সী গেমাররা প্রতিদিন তিন ঘন্টা পর্যন্ত গেমটি উপভোগ করতে পারবে। এবং ইন-গেমস পারচেস করার জন্য কেবলমাত্র নির্দিষ্ট একটি এমাউন্ট পর্যন্তই ব্যয় করতে পারবে। 

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ভারতে নিজস্ব গেমিং টুর্নামেন্ট এবং প্রতিযোগিতা থাকবে। শুধুমাত্র ভারতীয়দের জন্য টুর্নামেন্ট, লিগ-এর ব্যাটেল রাখা হবে নতুন ফরম্যাটের উপর ভিত্তি করে। Region-specific leagues এবং events গুলি আমাদের দেশের esports ecosystem কে উন্নত করতে সাহায্য করবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

এই Battlegrounds Mobile India গেমটি খেলার জন্য আপনার মোবাইলের System requirements জেনে নিন। ক্রাফটনের তরফ থেকে জানানো হয়েছে ন্যূনতম Android 5.1.1 হতে হবে। এবং মিনিমাম 2 GB RAM থাকতে হবে আপনার ডিভাইসে। আপনার মোবাইলের স্পেসিফিকেশন যদি এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গেমটির গ্রাফিক্স কে আরও উন্নত ভাবে উপভোগ করতে পারবেন।

এই গেমটি কে আপনি আপনার আগের পুরোনো পাবজি মোবাইলের আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই উপভোগ করতে পারবেন এমনটাও শোনা যাচ্ছে। তবে এবিষয়ে অফিসিয়ালি কিছু এখনও জানা যায়নি। 

জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী

গেমটির pre-registration ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর আপাতত Android প্লাটফর্মের জন্য শুরু হলেও শীঘ্রই iOS প্লাটফর্মের জন্যও চলে আসবে বলে জানিয়েছে তারা। 

এই গেমটি KRAFTON সংস্থা দ্বারা পরিচালিত হতে চলেছে। সে ক্ষেত্রে বলে রাখা ভালো আপনি আগের পাবজি মোবাইলের মত এটিতে পুরনো ফিচারস গুলো উপলব্ধ করতে পারবেন কিনা সে সমন্ধে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। 

এর আগে এই গেমটি কে লঞ্চ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই Krafton এর তরফ থেকে বারবার গেমিং ইউটিউবারদের অনুরোধ করা হয়েছে এই গেম কে পাবজি মোবাইলের সাথে তুলনা না করতে। অর্থাৎ এই গেমটি কে লঞ্চ করার জন্য সমস্ত আটঘাট বেঁধেই তারা এবার পথে নেমেছে। আর এই গেম ব্যান হওয়ার কোনো রকম সুযোগ তারা দিতে চাইছে না।

গেমটি কবে লঞ্চ হবে তা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন থাকলেও অফিসিয়ালি লঞ্চ ডেট এখনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই গেমের লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হবে। তবে তাদের তরফ থেকে একটি হিন্ট আমরা পেয়েছি। তা থেকে এর লঞ্চ ডেট ইতিমধ্যেই আমরা আন্দাজ করতে পারছি। 

ইতিমধ্যেই এই গেমে কোন কোন ম্যাপ থাকবে তা নিয়েও আমাদের মনে প্রশ্ন রয়েছে অনেক। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রতিনিয়ত তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলিতে নানান ধরনের পোস্ট আপডেট করছে। এবং সেখানে পাওয়া ছবি থেকে মনে করা হচ্ছে এই গেমের মধ্যে Sanhok ম্যাপ থাকবে। তার সাথে থাকবে Livik। এমনটাই আন্দাজ করা যাচ্ছে আরও একটি পোস্টার দেখে।

তবে এটা এখন নিশ্চিত যে “Erangle” এর মত একটি ম্যাপ এই গেমে নিয়ে আসা হবে। PUBG Mobile-এ আমরা যে ম্যাপটি পেয়েছিলাম তার নাম ছিল Erangel। কিন্তু যে ম্যাপটি Battlegrounds Mobile India টিজারে দেখিয়েছে সেখানে এই ম্যাপের বানান রয়েছে Erangle। বানানে সামান্য পার্থক্য থাকলেও মনে হচ্ছে ম্যাপে কোন পার্থক্য আমরা পাবনা।

Pre-Register BATTLEGROUNDS MOBILE INDIA

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।